নতুন সময়সূচি অনুসারে, সকাল ১০টায় লেনদেন শুরু হবে। আর তা বেলা ২টা পর্যন্ত চলবে। বর্তমানে সকাল ১০টায় লেনদেন শুরু হয়ে বেলা ১ পর্যন্ত চলছে। আর ব্যাংকের লেনদেন ১০টায় শুরু হয়ে চলবে বেলা আড়াইটা পর্যন্ত।
বর্ধিত লকডাউনে লেনদেনের সময় বাড়লেও বর্তমান সপ্তাহের মতো আগামী সপ্তাহেও রোববার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারে। কারণ করোনা সংক্রমণের ঝুঁকি কিছুটা কমিয়ে আনতে ব্যাংক লেনদেন রোববার বন্ধ রেখেছে বাংলাদেশ ব্যাংক।
ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার উর্ধমুখী হয়ে উঠায় সরকার গত ১ জুলাই থেকে পরবর্তী ৭ দিনের জন্য সর্বাত্মক লকাউন (সরকারের ভাষায় কঠোর বিধিনিষেধ) জারি করে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় লকডাউনের মেয়াদ ৭ দিন বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়। এর প্রেক্ষিতে ব্যাংক লেনদেনের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। আর এর সাথে মিল রেখে পুঁজিবাজারে লেনদেনের সময়ও বাড়ানো হয়েছে।
সূত্রঃ অর্থসূচক
0 coment rios: