বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

শেয়ার বাজার থেকে Money Make করার কৌশল!! ৩য় পর্ব

 



শেয়ার বাজার থেকে Money Make করার কৌশল


ভবিষ্যতে কোনো শেয়ারের দর বাড়বে কি না? তা জানান দেয় ডোজি স্টার প্যাটার্ন

।।কে এম মিজানুর রহমান।।

এই মুহূর্তে যারা এই লেখাটি পড়ছেন, তাদের সবাইকে আমার আন্তরিক অভিনন্দন এবং সৃষ্টি কর্তার কাছে শারীরিক সুস্থতা ও দীর্ঘজীবন কামনা করছি।

যারা নতুন তাদের জন্য আজকের পর্ব আসমানের চাঁদ ধরার উপায় বলতে পারেন, কারও কাছে শেয়ার চাইতে হবে না। কেউ শেয়ার দিলে বুঝতে পারবেন সে আপনাকে ঠকানো নাকি জেতানোর জন্য বলছে।
এই পর্বটা অতি গুরুত্বপূর্ণ, এটা যারা পরিপূর্ণভাবে শিখতে পারবে এবং আমাকে জানাবে তাদের মধ্য থেকে ৯ X ১১= ৯৯জনকে নিয়ে আমি একটা স্পেশাল গ্রুপ করবো, কিছু কম বেশী হতে পারে তবে ১১এর গুণিতক হতে হবে, এবং কিছু কাজ দিবো যাতে নিশ্চিত লাভের আইটেম খুঁজে বের করা যায়।
অনেকেই ‘Doji’ candle stick এবং MACD সমন্ধে জানতে চেয়েছেন, এর আগে ডোজি নিয়ে সাধারণ একটু ধারণা দিয়েছি মাত্র, আজ থেকে থাকছে বিস্তারিত।
ডোজি জানার আগে ক্যান্ডেল স্টিক একটু চেনা দরকার, ক্যান্ডেল স্টিক ঐ সময়ের (দিন, মাস বা বছরের) দরের তারতম্য নির্দেশ করে। টাইম ফ্রেমে day সিলেক্ট করে দিলে ঐ দিনের ওপেন, হাই, লো, ক্লোজ প্রাইস জানা যাবে। দর বাড়লে সবুজ, কমলে লাল,  নীচে ছবি দেখুন।

প্রশ্নহলো
Doji MACD কি এবং কোথায় পাবো?




ডোজি স্টার হলো একটা ক্যান্ডেল স্টিক প্যাটার্ন, এর কোন রং থাকে না সাদা কালো। যখন কোন শেয়ারের Opening Price এবং Closing Price এক হয়ে যায়, তখন এই ডোজি Candlestick  তৈরী হয়, এবং ’+’(প্লাস) আকার ধারণ করে। কয়েক রকমের ডোজি আছে। সবগুলো শিখতে গেলে প্যাঁচ লেগে যাওয়ার সম্ভাবনা বেশী তাই অত শিখার দরকার নাই। শুধু উপরের চিত্রটার মতো হলেই হলো, এটাকে বলে ডোজি স্টার। এই Doji ও MACD ( MACD সম্বন্ধে পরের পর্বে লিখবো) থাকে চার্টের মধ্যে। চার্ট পাওয়া যাবে, stockbangladesh.com, amarstock.com, lankabd.com এর ওয়েব সাইটে। আমি ব্যবহার করি https://www.investing.com/
বের করার পদ্ধতি
যে কোন ব্রাউজ ওপেন করুন, আমি ক্রোম ব্রাউজ ব্যবহার করি ব্রাউজারে লিখুন-
https://www.investing.com/ ওপেন হলে Charts থেকে Live Chrarts এ ক্লিক করুন। Ctrl + B চাপুন পর্দাটা বড় হবে।



যে কোন একটা শেয়ারের চার্ট আসতে পারে, একদম ওপরের বাম কর্ণারে ড্রপ ডাউন বক্সে আপনার শেয়ারের নাম (Symbol) লিখে সার্চ দিন। নাম আসলে ঐ শেয়ারের নামের জায়গায় ক্লিক করে ওপেন করুন।
যেদিন কোন শেয়ারের বটমে Buyer এবং Seller এর মধ্যে টানা টানি চলে মানে সেই শেয়ারের দর একপক্ষ বাড়াতে চায় আরেক পক্ষ কমাতে চায় কিন্তু দিন শেষে দেখা যায় যে ওপেনিং দর ও ক্লোজিং দর সমান হয়ে যায়। তখন ডোজি স্টার তৈরী হয়।
Doji pattern (buy)


এই টানা টানিতে কে জিতবে? Buyer নাকি Seller? তা জানা যাবে পরের দিন, অর্থাৎ এ শেয়ারের দর বাড়বে নাকি কমবে জানা যাবে পরের দিন, ডোজি তৈরী হওয়ার পরের দিন যদি আগের দিনের চেয়ে বেশী দরে ওপেন হয় এবং শেষ পর্যন্ত দর বাড়তেই থাকে (Green Candlestick) তবে ঐ শেয়ারের আরও দর বাড়ার ইঙ্গিত দেয় (এ সময়ই ক্রয় করতে হয়), অবশ্য কমতেও পারে, তার পরেও ধৈর্য ধরলে ভাল ফল পাওয়া যায়। প্যাটার্ণটা নিচের চিত্রের মতো হতে হবে। চিত্রে দেখুন ডোজি তৈরী হওয়ার পরের দিন গ্যাপ দিয়ে দর বাড়ছে। কোন শেয়ারের দর কমে সাপোর্ট লেভেলে যদি নিচের মতো প্যাটার্ন তৈরী হয় নিশ্চিত সে শেয়ার ক্রয় করা যায়। যে কোন একটা শেয়ারের চার্ট বের করে পরীক্ষা করে দেখুন। কোথায় এরকম ডোজী তৈরী হয়েছিল। তার পর দর বাড়ছে কি না।

চিত্রঃ এখানে ৩টা ক্যান্ডেল স্টিক তিন দিনের দেখানো হয়েছে

চলবে

নতুনদের জন্য শিক্ষনীয় একটা গ্রুপ DSE Money Maker আজই জয়েন করুন। আত্মবিশ্বাস বাড়িয়ে নিজের বুদ্ধিতে শেয়ার কিনুন। গ্রুপে জয়েন করে সবগুলো লেখা দ্রুত পড়ে ”ফেলুন।

Join hurry!!!



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: