হতাশার অভিশাপ থেকে দূরে থাকি
।। কে এম মিজানুর রহমান মানিক।।
বাজার কমানোই হয় বাড়ানোর জন্য, কোনো কোনো শেয়ারের দর ৫/৬দিনে ৪০শতাংশের ওপর বেড়েছে, কেউ কেউ ভয়ে হতাশ হয়ে লসে শেয়ার সেল দিয়ে বাজার থেকে বেরিয়ে গিয়েছিলেন, তারা আবার ফিরে আসছেন, ফিরে এসে তারা কি তাদের বেচা দামে শেয়ার কিনতে পারবেন বলে মনে হয়? সবচেয়ে কষ্ট লাগবে তাদের যারা ফেকডিল, ওইমেক্স, গোল্ডেন সন-এর মতো শেয়ারগুলো বিক্রী করে বাজারকে টাটা দিয়েছিলেন। অতএব ৩০/৪০শতাংশ দর কমে গেলেই ভয় পেতে নেই, হতাশ হতে নেই। যখনই হতাশ হবেন তখন স্বাভাবিক বুদ্ধি লোপ পাবে, অন্যের ওপর নির্ভরশীল হবেন, পরের কথায় কান দিয়ে আপনি তখন আপনার কাংক্ষিত লাভ থেকে বঞ্চিত হবে, তাই হতাশ না হয়ে ঠান্ডা মাথায় নিজে চিন্তা করুন কেনো লস্ হলো, অন্যে পারছে আমি কেনো পারছি না, এ থেকে উত্তরণের উপায় কি? তবে শেখার কোনো বিকল্প নাই, এই পেজেই খুুঁজলে পেয়ে যাবেন শেখা এবং জেতার কৌশল! তবে আপনার একজন অভিজ্ঞ মেন্টর থাকতেই হবে।
বলেছিলাম ‘বাজার যেভাবে কমছে সেভাবেই বাড়বে’! কি বাড়ছে না? বাড়া-কমা শেয়ার বাজারের ধর্ম এই বাড়া-কমার ধরণ আপনাকে জানতে হবে, তারপরও নিন্দুকেরা কিন্তু নিন্দা করেই যাবে অথবা বলবে এ বাজারে লাভ করা যায় না, গেমলার ছাড়া লাভ করা যায় না, বাজার কৃত্রিমভাবে বাড়ানো হচ্ছে, এ্যানালাইসিস কোনো কাজ করে না ইত্যাদি ইত্যাদি, এসব বলা তাদের স্বভাব, এসব বলে আপনাকে বিভ্রান্ত করবে, হতাশাগ্রস্ত করে তুলবে। এজন্য নিন্দুক এবং নেগেটিভ পারসনদের থেকে দূরে থাকা ভালো। খারাপ বাজারেও যে বেশী বেশী লাভ করা যায় আমি কিন্তু তা বিভিন্ন ওয়েবিনার ক্লাসে বলেছি ও দেখিয়েছি, সেগুলো ভিডিও আকারে আছে। ভিডিওগুলো দেখুন সেগুলো দেখতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল লিংকঃ DSE Money Maker, ফেসবুক গ্রুপঃ DSE Money Maker, ফেসবুক পেজঃ School of DSE Money Maker
শেয়ার বাজারে বিনিয়োগ কৌশল তথা ক্রয়-বিক্রয় শিখতে দেশের ১ম ও অন্যতম প্রতিষ্ঠান School of DSE Money Maker অনলাইন স্কুলে ভর্তি হতে চাইলে ০১৬৩১৪২৯১৬৯ (হোয়াটস্এ্যাপ) অথবা ০১৭৪৭৭৬২৫৫৮ নম্বরে সরাসরি ফোন দিন।
আমাদের এই ওয়েব পেজে mrmedia24.blogspot.com বেশ কিছু কৌশল দেয়া আছে, পড়ে দেখুন অনেক কাছে লাগবে। ধন্যবাদ সবাইকে
0 coment rios: