প্রতিবেদক, এমআরমিডিয়া২৪: করোনা বিদায় নিচ্ছে, তা যদি হয় তবে কি শেয়ার বাজার ষাড়ের গতি পাবে? আমাদের দেশে বেশীর ভাগ করোনা আসছে ভারত থেকে। সেই ভারতই বলছে ‘ভারত থেকে করোনা বিদায় নেয়ার ইঙ্গিত মিলছে,’ তাহলে বলতেই পারি বাংলাদেশ থেকেও করোনা বিদায় নেবে। করোনা ছাড়া সামনে আর কোন বাধা নাই, তাই আশা করা যায় বাজার বাড়বে। আজ বাজারের টোটাল বাজার ভ্যালু গতকাল থেকে ৭৩৯ মিলিয়ন টাকা বেশী বৃদ্ধি তারই ইঙ্গিত দিচ্ছে। অপেক্ষা বড় বিনিয়োগকারীদের।
দুই বছরের বেশি সময় ধরে করোনার তান্ডবে বিশ্ববাসী দিশেহারা, তবে আশার খবর ভারত থেকে করোনা বিদায় নেয়ার ইঙ্গিত মিলছে। গত দুই বছর ধরে করোনার ভয়াবহতার কথা যার মুখে শুনে শুনে লোক অতিষ্ট, কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের সেই যুগ্মসচিব লাভ আগারওয়ালের মুখে এবার অভয়বানী শোনা গেছে।
স্বাস্থ্য দপ্তরের সেই যুগ্মসচিব জানিয়েছেন যে, দেশের ৩৪টি রাজ্যে করোনার দাপট কমেছে। কেরালা এবং মিজোরাম ছাড়া প্রায় সব রাজ্যেই কোভিড গ্রাফ নিম্নমুখী। দেশের ২৬৮টি জেলায় পজিটিভিটি রেট পাঁচ শতাংশের নিচে। এক সপ্তাহ আগে দৈনিক আক্রান্তের গড় ছিল তিন লক্ষ ৪৭ হাজার ২৫৪। সেটি কমে তিন ফেব্রুয়ারি দাঁড়িয়েছে এক লক্ষ ৭২ হাজার ৪৩৩।
তিনি বলছেন, এগারোটি রাজ্যে স্কুল পুরোপুরি খুলে গেছে, আংশিক খুলেছে ১৬ রাজ্যে, নটি রাজ্যে এখনও স্কুল খোলেনি। লাভ আগারওয়াল জানান, দেশে পজিটিভিটির হার ৩৯ শতাংশে পৌঁছেছিল, তা কমে ১৭.৯৪ হয়, এখন তা ১০.৯৯ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের যুগ্মসচিব মানুষকে আত্মতুষ্ট না হওয়ার অনুরোধ করেছেন।
তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এই অবস্থায় আরও বেশি অনুশাসন চায়। সঠিক কোভিড বিধি অনুসরণই একমাত্র পারে কোভিডকে নির্মূল করতে।
সূত্রঃ শেয়ারনিউজ২৪.কম

0 coment rios: