
শেয়ার বাজার থেকে Money Make করার কৌশল!! ২য় পর্ব
।।কে এম মিজানুর রহমান।।
...রিপোস্ট... ফেসবুক থেকে নেয়া
আল্লাহর কাছে হাজার শোকরিয়া DSE Money Maker যেভাবে বলছে বাজার সেভাবেই চলছে,যারা আমার পোস্টগুলো পড়েছেন এবং সে অনুযায়ী শেয়ার কিনেছেন আশা করছি তারা এই খারাপ বাজারেও বেশ ফুরফুরে মেজাজে আছেন। ফিন্যান্স,টেক্সটাইল আরও বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই সাথে স্বল্পমূলধনী ও ইন্সুরেন্স গ্রুপ বাড়ার লক্ষণ দেখা গেল আজ। যে স্বল্পমুলধনী ও ইন্সুগুলো গুলোর কারেন্ট ইপিএস বেড়েছে, বটমে ডোজি তৈরী হয়েছে, ভলিয়ুম বাড়ছে শুধু সেইগুলোই কিনতে পারেন।
আপনার পছন্দের ব্যাংক, মিউ গুলোতে নজর রাখুন এখন কেনার দরকার নেই, কখন বাড়বে? আমার পরবর্তী পোস্টগুলোতে আলোচনা করা হবে। লাইক কমেন্ট করে সাথেই থাকুন।
আজ দুপুরের পোস্টে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, যারা বলেন আমি শেয়ার কিনলেই দর কমে যায় নীচের নির্দেশনায় আজি কিনে দেখুন!!! লস হয় কি না? এবং কিনে জানাতে বলেছিলাম, কেউ জানাননি, বোঝা গেল শেয়ার বাজার সম্বন্ধে সবাই উদাসীন, তাহলে লাভ করবেন কিভাবে?
ভবিষ্যতে কোন শেয়ার বাড়বে বা কমবে সেই কৌশলটা কি? কখন কিনতে বা বেচতে হয়? জেনে নিন একদম ফ্রিতে যা কেউ আপনাকে শেখাবে না, খুবই সহজ! লাইক কমেন্ট করে সাথেই থাকুন।
এবার দেখুন Money Make করার কৌশলটা কি?
শেয়ার ব্যাবসাতে সফল হওয়ার সেই কৌশল হলো কম দামে ভালো শেয়ার কিনে বেশী দরে বিক্রী করা। নিজেকে প্রশ্ন করুন, আমি যে দরে শেয়ারটি কিনছি এর থেকে বেশী দরে আমার কাছে থেকে কে কিনবে? কেনো কিনবে? আরেকটি প্রশ্ন হলো কম দাম বুঝবো কি করে? কমার কি কোন শেষ আছে? অবশ্যই আছে এটা পরিষ্কার করে জানার জন্য Support ও Resistance লেভেল জানতে হয়, কারণ শেয়ার এর দর কখনো একটানা বাড়ে না, দর বাড়ে আবার কমে যায়, কমে যখন Support লেভেলে ডোজি তৈরী হয় (১ম পর্বটা পড়ুন) তখনই ক্রয়, আর যখন ওপরে Resistance লেভেলে ডোজি তৈরী হয় বা লাল ক্যান্ডেল স্টিক তৈরী হয়, তখন বিক্রির পজিশনে থাকতে হয়, কোন শেয়ারে যদি ক্রয় চাপ বেশী থাকে তখন Resistance লেভেল ব্রেক করে দর আরও ওপরে ওঠতে থাকে এবং বাড়তেই থাকে তখন সেই শেয়ারে প্রচুর লাভ হয়। নিচের গ্রাফটা দেখলেই বুঝতে পারবেন দর Resistance লেভেলে আছে এবং লাল ক্যান্ডেল স্টিক তৈরী হয়েছে তার অর্থ আবার নিচের দিকে যাওয়ার সম্ভাবনা তবে যেহেতু, এই শেয়ারটি প্রচুর কেনা বেচা হচ্ছে তাই যে কোন দিন একটা বড় ক্রয় চাপ আসতে পারে। অথবা কমতে থাকা অবস্থায় যেদিন ১ম বাড়বে সেদিনই কেনা যেতে পারে।
একই সাথে শেয়ারের গতি বা ডিরেকশন জানতে হয়। ডিরেকশন জানলে আপনি বলতে পারবেন এ শেয়ারটি ভবিষ্যতে বাড়বে নাকি কমবে? নিচের চার্টটি দেখুন চোখ বুজেই বলে দেয়া যায় ভবিষ্যতে এ শেয়ারটির দর বাড়বে যদি বাজার স্বাভাবিক থাকে। কেউ কি এর কারণ বলতে পারবেন? ভাল করে দেখুন দর উঠছে আবার নামছে কিন্তু তার গতি (ডিরেকশন) উর্ধ্বমূখী মানে ভূমি থেকে মাথা উপরের দিকে। যদি উল্টো চিত্র হতো তবে নিশ্চিত বলা যেতো ঐ শেয়ারের দর ভবিষ্যতে কমবে? ক্লিয়ার?? আর গতি যতি ভূমি বরাবর হয় তখন কি হবে?? এ প্রশ্নের উত্তরটা আপনারা দেবেন।
DSE Money Maker ছাড়া এইভাবে কেউ আপনাকে শেখাবে না!!! শুধু আপনাদের নেক দোওয়া চাই।
যারা সাইডওয়ে, রেজিস্ট্যান্স ও সাপোর্ট লেভেল বোঝেন, তারা বলতে পারবেন, বাজারের গতি বা ডিরেকশন কোন দিকে। যারা বোঝেন না তারা এখনই ইউটিউব থেকে টেকনিক্যাল এ্যানালাইসিসটা শিখে নিন।
যে শেয়ারে নিচের চার্টেরে মতো মুভমেন্ট আছে সেটা হঠাৎ করে বেশী বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই শেয়ারটার পেছনে ইপিএস এর শক্তি আছে মামুরা না থাকলেও নিজস্ব গতিতেই এটা বাড়বে। আল্লাহ হাফেজ। কয়েকদিন আগেই এ শেয়ারটির চার্ট দেয়া হয়েছিল। অনেকেই সঠিক উত্তর দিয়েছিলেন।
বিঃদ্রঃ বিস্তারিত ‘শেয়ার বাজার থেকে Money Make করার কৌশল!! ৫ম পর্বে’
0 coment rios: