শেয়ার বাজার থেকে Money Make করার কৌশল!! ১ম পর্ব
।।কে এম মিজানুর রহমান।।
শেয়ার বাজারে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো সঠিক সময়ে শেয়ার ক্রয় ও বিক্রি করা, কোন বিনিয়োগকারী লস করবেন নাকি লাভ করবেন তা নির্ভর করে এই ক্রয় বিক্রয়ের ওপরে, এজন্য আছে হাজার হাজার কৌশল। আজকে এ বিষয়ে প্রাথমিক একটা ধারণা দেবো।
এ বাজারে আমি নিজে এক সময় প্রচুর লস করেছি, জানি টাকার শোক কত কষ্টের! এই কষ্ট থেকে মুক্তি পেতে সামান্য প্রচেষ্টা করছি,, ইচ্ছা সবাই জেনে বুঝে শেয়ার কিনুক, চেষ্টা করছি চোখ খুলে দেয়ার, ঝুঁকির বাজারে ঝুঁকিমুক্ত থেকে কিভাবে লাভ করা যায় বা ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়, জানি না সফল হবো কি না? গ্রুপের বেশীর ভাগ বিনিয়োগকারীদের কোন এক্টিভিটিজ দেখছি না, একটু কষ্ট করে লাইক, কমেন্ট বা প্রশ্ন করলে বোঝা যায় কারা পোস্টগুলো পড়ছেন বা জানার আগ্রহ আছে, প্রয়োজনে ডিজলাইক দেবেন তবুও লাইক, কমেন্ট বা প্রশ্ন করতে আলসেমি করবেন না, যিনি অনেক কষ্ট করে একটা ভাল পোস্ট লেখেন বা মতামত জানান বা ব্রেকিং নিউজগুলো সংগ্রহ করে পোস্ট দেন তার কষ্টের ফলই কিন্তু সবাই ভোগ করেন, তাই তাকে লাইক কমেন্ট করে উৎসাহ দেবেন, বিনা কষ্টে কেউ কোনদিন ভাল ফল লাভ করতে পারে না। মনে রাখবেন পরিশ্রমীরাই সফল হয়। আর পরিশ্রমী বিনিয়োগকারীর সংখ্যা খুবই কম, আর এনারাই বেশী লস করে থাকেন। ৯৫%
কখন ক্রয়? কখন বিক্রয়? বিষয়টি পরিষ্কার বুঝতে পারলেই Money Make করার কিছু কৌশল খুঁজে পাবেন আশা করি
কোন শেয়ার কেনার আগে কমপক্ষে ১০টি প্রশ্ন করতে হয়- যেমনঃ কারেন্ট কোয়ার্টার ইপিএস পজিটিভ কি না? কোম্পানীর মালিক ভাল কিনা? শেয়ারের দর ও ভলিয়্যুম বাড়ছে কি না? কোনো শেয়ারের ক্যান্ডেল স্টিক চার্টের বটম লেভেলে ডোজি তৈরী হয়েছে কি না? গত বছর থেকে এবছারের ইপিএস বেশী কি না? MACD-Signal Lineকে ক্রস করে ওপেরে উঠেছে কি না, শেয়ার সংখ্যা কম কি না? ইত্যাদি ইত্যাদি, এরকম আরও ৬/৭টি প্রশ্ন যোগ করুন। যদিও এগুলো খুবই প্রাথমিক পর্যায়ের তবুও ভাল ফল দেয়। বলা যায় ৮০% সঠিক হয়।
যারা চার্টিস্ট তারা অবশ্যই জানেন ডোজি ক্যান্ডেল স্টিক-এর কথা, যারা জানেন না তারা ইউটিউব থেকে শিখে নেবেন। ক্যান্ডেল স্টিক এর সাহায্যে কোন শেয়ারের প্রতিদিনের দর (ওপেন, হাই, লো, ক্লোজ প্রাইস) জানা যায়। কিছু ক্যান্ডেল স্টিক আছে যেগুলো বাজারে আপ-ডাউনের নির্দেশ প্রদান করে থাকে, এমনই একটা ক্যান্ডেল স্টিক হলো ডোজি। সাধারণতঃ আপট্রেন্ড-এর সময় যদি কোন চার্টের বটম লেভেলে এই ডোজি (ওপেন প্রাইস এবং ক্লোজ প্রাইস যদি একই হয় সেটাই ডোজি) তৈরী হয় তবে সেই শেয়ার ক্রয় নির্দেশ করে আর ওপরে হলে বিক্রয় নির্দেশ করে। নীচের চিত্রটি দেখুন। কোন শেয়ারের চার্টে এ রকম চিত্র যদি কেউ পেয়ে থাকেন তবে গ্রুপে পোস্ট করার অনুরোধ জানাচ্ছি।
প্রশ্নঃ বলতে হবে চার্টটি কোন শেয়ারের? ইঙ্গিতঃ শেয়ারটি ইঞ্জিনিয়ারিং সেক্টরের। দেখি কতজন স্মার্ট ইনভেস্টর আছেন এ গ্রুপে।
0 coment rios: