মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩

বিষ্ময়কর! কি দুঃসাহস!!

বিষ্ময়কর! কি দুঃসাহস!!


চ্যালেঞ্জ ছুড়ে রাকিবুল ভাই আবারও ১০ লাখ টাকায় ৮ দিনের মাথায় লাভ করলেন ২লক্ষ ২৫ হাজার ৪০০ টাকা

এর আগে রাকিবুল ইসলাম ভাই জি কিউ বলপেনে  ১০লাখ টাকা বিনিয়োগ করে ৮ দিনে আয় করেছিলেন ১ লাখ ৭১ হাজার টাকা! এতে অবোধ শফিকুল  ইসলাম নিম্নোক্ত মন্তব্য করে, রাকিবুল ইসলামকে লেখেন আরেকটি বাই করেছি-দেখাবো  ইনশা আল্লাহ!

আমার শিক্ষার্থীদের সাথে কি কথা বার্তা হয় তা আপনারা আমার DSE Money Maker ইউটিউব চ্যানেল বা ওয়েবিনারে শুনেছেন, যারা শোনেন নাই তারা দেখে নিতে পারেন। এবারে আরো অবাক করার মতোই বিষ্ময়কর ঘটনার জন্মদিলেন সিরাজগঞ্জের বিনিয়োগকারী Md. Rakibul Islam Khan, বিনয়ী, ভদ্র, নির্লোভ, সত্যবাদী, পরিশ্রমি সচেতন, সময়ের কাজ সঠিক সময়ে সঠিক সময়ে সম্পন্ন করতে পারেন যিনি, যে ধরণের বিনিয়োগকারী খুঁজি আমি তার সব গুণই তার মধ্যে আছে, তিনি শুধুমাত্র ওয়েবিনারে ফ্রি ক্লাস করে কয়েক দিন আগে জিকিউ বলপেনে ১০লাখ টাকা বিনিয়োগ করে ৮ দিনে আয় করেছিলেন ১ লাখ ৭১ হাজার টাকা! যা আমি DSE Money Maker ফেসবুক গ্রুপে জানিয়েছি, উনি হেটার্সদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ২৩শে অক্টোবর, আবারও প্রায় ১০ লাখ টাকা বিনিয়োগ করে আরেকটি শেয়ার (Ambee Pharma, ক্রয় ১০২০/-টাকা ২৩ অক্টোঃ- বিক্রয় ১২৫০/- ৩০ অক্টোঃ বন্ধ দিনসহ) বিক্রী করে লাভ করেছেন ২লক্ষ ২৫ হাজার ৪০০ টাকা, আমার ওয়েবিনার থেকে শিখে অনেকে ভালো লাভ করছেন, শুনছি কেউ কেউ এগুলো দিয়ে ব্যবসাও করছেন আবার নেগেটিভ হেটার্সরা এটা বিশ্বাস করবেন না, কিন্তু এটাই চরম সত্য. বিশ্বাস করুন আমি একটুও মিথ্যে বলছি না বিশেষ করে যারা আমার ফলোয়ার, বন্ধু বা যারা ওয়েবিনারগুলো দেখেন তাদের মনে হয় অবিশ্বাস করার কারণ নেই।

তাহলে ১৫দিনে ১০ শতাংশ লাভ করা কি কঠিন? যদিও বাজার খারাপ!!

অপার সম্ভাবনাময় শেয়ার বাজারে সবাই কি লাভ করতে পারে? পারে না, তবে কেউ কেউ পারে, বাজার ভালো হোক বা খারাপ হোক, অনেকে খারাপ বাজারের জন্যই অপেক্ষা করে, লাভ বেশী হয়। আমার ওয়েবিনারগুলোতে আমি বার বার আপনাদের বলে আসছি শেয়ার বাজার একটা বিশাল ধনভান্ডার, যেখানে টাকা উড়ে, সে টাকা ধরতে জানতে হয় বিশেষ কিছু কৌশল, যা না জানলে শেয়ার বাজার থেকে লাভ করা খুবই কঠিন, গুণতে হবে শুধুই লস আর লস্। কিছু সিক্রেট কৌশল আছে যা বিশাল ধনভান্ডারের তালার একগুচ্ছ চাবির মতো, যার একটা কৌশল কোনো এক ওয়েবিনারে দেখিয়েছি ফেসবুকের লেখাগুলোতেও বেশ কয়েকটি কৌশল আপনাদের শিখিয়েছি তা দিয়েই কেউ কেউ লাভ করছেন লক্ষ লক্ষ টাকা। এমনই একজন বিনিয়োগকারী Md. Rakibul Islam Khan যিনি আমার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসেজে জানিয়েছেন-

আরেক অধম এমন কু মন্তব্য করেছে যে তা লেখা যায় না, অবশ্য তার প্রতিবাদও করেছেন যারা আমার শিক্ষার্থী ও আমাকে ভালোবাসেন। DSE Money Maker ফেসবুক গ্রুপে পোস্টের কমেন্টগুলো দেখুন।

রাকিবুল ভাইয়ের চ্যালেঞ্জের ফল


পড়ার জন্য সবাইকে ধন্যবাদ

K M Mizanur Rahman Manik
Admin: DSE Money Maker
Mentor: School of DSE Money Maker