সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

মানুষ মানুষের জন্য!

মানুষ মানুষের জন্য!


ওপরে বাঁ থেকেঃ ক্ষতিগ্রস্থ খামার, মুরগীর বাচ্চা বিতরণ করছেন School of DSE Money Maker অনলাইন স্কুলের মেন্টর কে এম মিজানুর রহমান মানিক ও  শিক্ষার্থীবৃন্দ, ‍মুরগীর বাচ্চার খাবার।
নীচে বাঁ থেকেঃ এক ক্ষতিগ্রস্থ মামুন ভূঁইয়া অন্য ক্ষতিগ্রস্থদের টাকা বিতরণ করছেন, ৩ সদস্যের টিম-কে এম মিজানুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন শুভ ও ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম বিপ্লব, ক্ষতিগ্রস্থ বাড়ী

প্রতিবেদক, ফেনী

আগষ্টের প্রলয়ঙ্কারী বন্যায় ফেনীর বন্যা দূর্গতদের পুনর্বাসনে পাশে দাঁড়িয়েছে School of DSE Money Maker অনলাইন স্কুলের শিক্ষার্থী ও DSE Money Maker ফেসবুক গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ, তাদের সহযোগিতার অর্থ ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে পৌঁছে দিতে ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ঢাকা থেকে স্কুলের মেন্টর ও গ্রুপ এ্যাডমিন কে এম মিজানুর রহমান, কুমিল্লা থেকে ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন শুভ ও ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম বিপ্লব ফেনীতে গমন করেন। তাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন গ্রুপের সদস্য ও বন্যায় ক্ষতিগ্রস্থ ফেনীর মামুন ভু্ইয়া ও অন্যান্যরা। বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারসমূহ।
সকলের সহযোগিতা ও আল্লাহ পাকের অশেষ রহমতে ৩ সদস্যের এ টীম বন্যায় ক্ষতিগ্রস্থ খামার পরিদর্শন করে স্বল্প পরিসরে মঠবাড়িয়া তুলাতুলী গ্রামের সর্বশান্ত হয়ে যাওয়া কয়েকজন খামারীকে মুরগীর বাচ্চা, সেগুলোর ১ মাসের খাবার বাবদ প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও বাড়ীঘর ভেঙ্গে যাওয়া কয়েকজন দুস্থের মধ্যে ১০,০০০/-করে টাকা বিতরণ কাজ সম্পন্ন করেন। এখানে উল্লেখ্য এক ক্ষতিগ্রস্থ অন্যান্য ক্ষতিগ্রস্থদের টাকা দিয়ে সহায়তা করছেন, ফেনী বাসীর এ উদারতা বিষ্ময়কর বলে জানিয়েছেন, স্কুলের মেন্টর ও গ্রুপের এ্যাডমিন কে এম মিজানুর রহমান মানিক, ক্ষতিগ্রস্থরা জানান বন্যা পরবর্তী সময়ে এই প্রথম আপনাদের সহযোগিতা পেলাম।
বন্যায় ক্ষতিগ্রস্থ বানভাসী মানুষের জীবন সুরক্ষা ও School of DSE Money Maker অনলাইন স্কুলের শিক্ষার্থী, গ্রুপের সদস্য ও অন্যান্য যারা বন্যার্তদের পাশে দাঁড়িয়ে সহযোগীতা করেছেন তাদের সফলতা ও আল্লাহপাকের অশেষ রহমত কামনা করে স্থানীয় মসজিদে বিশেষ মোনাজাত পাঠ করেন ইমাম সাহেব। 
পরিশেষে এ টিম উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল হাসান, এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আফতাবুল ইসলাম, ফেনী সদর, ফেনীর সাথে দেখা করে বন্যায় ক্ষতিগ্রস্থদের বিস্তারিত বিবরণ তুলে ধরলে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন, ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিনিময়ে কেন দেরী হচ্ছে জিজ্ঞেস করায় উনারা বলেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা না থাকার কারণে দ্রুত পদক্ষেপ নিতে দেরী হচ্ছে। পরিশেষে উক্ত মহতী কাজে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য গ্রুপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন গ্রুপ এ্যডমিন ও স্কুলের মেন্টর।

রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

 এস কে ট্রিমের কলের চাকা বন্ধ হলো! ক্ষতি কার?

এস কে ট্রিমের কলের চাকা বন্ধ হলো! ক্ষতি কার?

এস কে ট্রিমস কোম্পানীর পরিচালনা পরিষদ যেখানে এনবিআর সদস্য মতিউর রহমানের সংশ্লিষ্টতা দেখা যাচ্ছে না, উৎপাদিত পণ্য ও কারখানা।

পাপির শাস্তি হোক নিরপরাধীর কেনো? শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা ও শেয়ার বাজারের লাখো বিনিয়োগকারীর স্বার্থে যে কোনো উপায়ে কোম্পানী চালুর ব্যাবস্থা করা হোক

 বিশেষ প্রতিবেদন

K M Mizanur Rahman
Admin: DSE Money Maker
Mentor: School ofDSE Money Maker

কে এম মিজানুর রহমান
এম আর মিডিয়া২৪ ডেস্কঃ বন্ধ হলো শেয়ার বাজারে অন্তর্ভুক্ত S K Trims & Industries Ltd. কোম্পানী, আর হৃদস্পন্দন বন্ধ হওয়ার উপক্রম হলো সংশ্লিষ্ট কোম্পানীর শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা ও শেয়ার বাজারের লাখো বিনিয়োগকারীদের ।
কোম্পানিটি ১ জুন ২০১৪ এ তার বাণিজ্যিক কার্যক্রম শুরু করে এবং ২০১৭ সালে প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেডে রূপান্তরিত হয় তারপর ২০১৮ সালে এ কোম্পানী উভয় স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড রপ্তানিমুখী পোশাক শিল্পের জন্য সমস্ত ধরণের সুইং থ্রেড, ইলাস্টিক, পলি, কার্টন, ফটো কার্ড, ব্যাক বোর্ড, বার কোড, হ্যাংট্যাগ, টিস্যু পেপার, সেলাই থ্রেড, পলি ব্যাগ, বোনা লেবেল, জিপার, পুলার, লেইস লেবেল, মুদ্রিত লেবেল, কালো সাটিন লেবেল মুদ্রণ, সুতির কাপড়ের লেবেল, গাম টেপ ইত্যাদি উত্পাদনে নিযুক্ত ছিলো  যা উল্লেখযোগ্য অবদান রাখে রপ্তানী আয়ে ও RMG সেক্টরে। এবং দিনে দিনে ব্যাগ রপ্তানি বৃদ্ধি পেয়েছে।  এ কোম্পানীর মেশিনপত্র ছিলো খুবই অত্যাধুনিক। উৎপাদিত পণ্যগুলো ছিলো শতভাগ রপ্তানিমুখী। এস কে ট্রিমস ২০২২-২০২৩ আর্থিক বছর থেকে বিভিন্ন ব্যাগের বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে এবং দিনে দিনে ব্যাগ রপ্তানি বৃদ্ধি পেয়েছে। 
কোম্পানিটি, OEKO-TEX সার্টিফাইড সমৃদ্ধ। (OEKO-TEX means that these are human-organic textile products which do not have a detrimental effect on human health and well-being. OEKO-TEX® Standard 100 labelled products have been analyzed for a number of substances that are considered harmful to the health of humans.)
নিঃসন্দেহে একটা ভালো কোম্পানী, ফান্ডামেন্টালি স্ট্রং, প্রতি বছরই কম/বেশী ডিভিডেন্ড দিয়ে আসছে বিনিয়োগকারীদের, নিশ্চিত বিনিয়োগ করার মতো একটা কোম্পানী, সেই কোম্পানীটিকে বন্ধ ঘোষণা করা হলো। সাথে সাথে শেয়ারের দর পতন, আর এ পতন কোথায় গিয়ে দাঁড়াবে তার কোনো নিশ্চয়তা নেই।
অনেকে বলে এটা এনবিআরের সদস্য মতিউর রহমানের কোম্পানি, আমি এর ওয়েবসাইট ঘেঁটে কোথাও মতিউর রহমানের সংশ্লিষ্টতা খুঁজে পাইনি, কোম্পানিটির উদ্যোক্তাদের মধ্যে রয়েছে মোঃ তোফাজ্জাল হোসেন ফরহাদ (চেয়ারম্যান), মোঃ মোসাদ্দেক হোসেন রাইভি, আব্দুর রাজ্জাক, মোঃ আইনুল কবির, মো. নুরুল হুদা ও এম এ কাইয়ূম হাওলাদার। 
কোথাও মতিউর রহমানের নাম নেই, অথচ ছেলের ছাগল কান্ডের পর শুনি এটা মতিউর রহমানের কোম্পানী এ কারণে এ কোম্পানীর ব্যাংক হিসেবে জব্দ করা হয়েছে। 
কোম্পানী জানিয়েছে-
মহানগর দায়রা জজ কোর্টের নির্দেশে ১১-৭-২০২৪ ইংরেজি তারিখ থেকে কোম্পানীর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ রয়েছে তারপরও আমরা ব্যক্তিগত অর্থায়নের মাধ্যমে মে, জুন ও জুলাই ২০২৪ সালের বেতন ও ওভারটাইম পরিশোধ করেছি, বিগত জুন ২০১৪ সাল থেকে বিদেশ থেকে কাঁচামাল আমদানি করতে না পারায় বেশ কিছুদিন যাবত কারখানাতে কোন প্রকার কাজ নেই এবং কারখানা সচল রাখার মতো আর কোন অর্থায়নের ব্যবস্থা নাই এমতাবস্থায় কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাধ্য হয়ে ব্যাংক একাউন্ট সচল না হওয়া পর্যন্ত বাংলাদেশ শ্রম আইন ২০০৬ ধারা মোতাবেক ৭ সেপ্টেম্বর ২০১৪ ইংরেজি তারিখ হতে কারখানার সকল কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
আমরা চাই পাপির শাস্তি হোক, প্রশ্ন হলো একটা ভালো কোম্পানী বন্ধ করে কাকে শাস্তি দেয়া হচ্ছে? শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা ও শেয়ার বাজারের লাখো বিনিয়োগকারীরদের? এ ছাড়াও কোম্পানীর পণ্য রপ্তানী করে বৈদেশিক মূদ্রা আয় করতো সেটা থেকেও দেশ বঞ্চিত হচ্ছে।
কোম্পানী আরও বলেছে যে কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ পাওয়া গেলে কারখানা চালু করা হবে ও চালুর তারিখ যথাযথ নোটিশের মাধ্যমে জানানো হবে। 

পাপির শাস্তি হোক নিরপরাধীর কেনো? শ্রমিক-কর্মচারী, কর্মকর্তা ও শেয়ার বাজারের লাখো বিনিয়োগকারীর স্বার্থে যে কোনো উপায়ে দ্রুত কোম্পানী চালুর ব্যাবস্থা করা হোক। আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত চালুর পদক্ষেপ নেবেন।