মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১

মধ্যবিত্তের ঘরে টিসিবির পণ্য ন্যায্যমূল্যে পৌঁছে দিবে ই-কমার্স


সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যামূল্যের পণ্য ই-কমার্সের মাধ্যমে দেশের মধ্যবিত্ত মানুষের ঘরে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বাণিজ্যমন্ত্রী বলেন, টিসিবির ন্যায্যমূল্যের পণ্য মধ্যবিত্তের ঘরে পৌছে দেয়ার জন্য ই-কমার্সের সহযোগিতা নেয়া হচ্ছে। বিগত দিনে পেঁয়াজ ও আম বিক্রয়ের ক্ষেত্রে দেশের মানুষ সুফল পেয়েছে।
তিনি জানান, গতবছর প্রায় ১৬ হাজার কোটি টাকার বাণিজ্য হয়েছে অন-লাইনে। উল্লেখ্য, ই-ক্যাব ডিজিটাল হাট ডট নেট এর ৮টি প্রতিষ্ঠানের মাধ্যমে ন্যায্য মূল্যে দেশের মধ্যবিত্ত মানুষের সুবিধার্থে অন-লাইনে টিসিবির পণ্য বিক্রি করছে। আজ থেকে সপ্তাহব্যাপী অর্থাৎ আগামী ৬ মে পর্যন্ত ভোজ্য তেল, সোলা, চিনি এবং ডাল এ চারটি পণ্য বিক্রি শুরু করেছে। ভোজ্য তেল প্রতিলিটার ১০৮ টাকা এবং চিনি, সোলা এবং ডাল ৫৮ টাকা দরে বিক্রয় করছে। একজন ক্রেতা সপ্তাাহে ৫ লিটার তেল এবং ৩ কেজি করে চিনি, সোলা, ডাল ক্রয়ের সুযোগ পাবেন। ডেলিভারি চার্জ সর্ব্বোচ্চ ঢাকা শহরে ৩০ টাকা এবং ঢাকার বাইরে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ঢাকা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ জেলায় এ সকল পণ্য বিক্রয় শুরু হয়েছে।

পণ্য কেনার নিয়ম
এই উদ্যোগ আগে থেকে চালু থাকা প্ল্যাটফর্ম ডিজিটাল হাটে (https://digitalhaat.net/) পাওয়া যাচ্ছে। এই লিংকে গেলে একসঙ্গে সব প্রতিষ্ঠানের লিংক পাওয়া যাবে। ক্রেতা তার পছন্দের প্রতিষ্ঠানের লিংকে গিয়ে পণ্যের অর্ডার করতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট ই-কমার্স প্ল্যাটফর্মগুলোতে গেলেও পণ্যের খোঁজ পাওয়া যাবে। অন্যান্য সাইট থেকে যেভাবে পণ্য ক্রয় করা হয়, টিসিবির পণ্যও একইভাবে কেনা যাবে।
সপ্তাহে একজন ক্রেতা ৫ লিটার তেল, চিনি ২ কেজি, ছোলা ২ কেজি ও ১ কেজি মসুর ডাল কিনতে পারবেন। এই প্ল্যাটফর্মে একজন ক্রেতা মানে একটি অ্যাকাউন্ট। এ ছাড়া গত সেপ্টেম্বর থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে টিসিবির পেঁয়াজ। অনলাইনে টিসিবি পণ্যের ছবির গায়ে টিসিবির সিল দেওয়া আছে। ফলে পণ্য খুঁজে পেতে কোনও কষ্ট করতে হয় না।
এ বিষয়ে জানতে চাইলে ই-ক্যাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমাল বলেন, আমরা চাই মানুষ ঘরে থাকুক। এজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে ক্রেতারা এখন বাইরে বের হয়ে লাইন না ধরে ঘরে বসেই টিসিবির পণ্য কেনার জন্য অর্ডার করতে পারছেন। বাসার বাইরে বের হয়ে লাইন ধরে দাঁড়িয়ে টিসিবির পণ্য কেনা স্বাস্থ্যগত ঝুঁকি ডেকে আনতে পারে।
সূত্রঃ বাসস

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: