যে কোন রোগে ঘরে বসেই মোবাইল
ফোনে স্বাস্থ্য সেবা নিন, ফোন কলও ফ্রি। বাংলাদেশ সরকার ‘স্বাস্থ্য বাতায়ন’ নামে একটা
স্বাস্থ্য সেবা বা হেল্পলাইন চালু করেছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে এই সেবা নতুন দিগন্তের
সূচনা করেছে। জনসেবায় সরকারের এ সেবা, রোগীদের জন্য আশীর্ব্বাদ বলা যায়।
করোনা থেকে শুরু করে সব ধরণের
সেবা এখানে পাওয়া যাবে, এমন কি জরুরী প্রয়োজনে এ্যাম্বুলেন্সও পাওয়া যাবে। শুধু ফোন
করুন ১৬২৬৩ এই নম্বরে। ফোন করলেই সমস্ত ইনেফরমেশন এখানে পাওয়া যাবে।
বাংলাদেশের যে কোন প্রান্ত
থেকে মোবাইল ফোন বা ল্যান্ডফোন থেকে এই সেবা পাওয়া যাবে। ২৪ ঘন্টা খোলা থাকে এই হেল্প
লাইন। একবার কল করেই দেখুন।
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে জাতীয় টেলিহেলথ সেবা “স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩” করোনা সংক্রান্ত বিভিন্ন স্বাস্থ্যসেবা, কোভিড টিকা বিষয়ে প্রশ্নের উত্তর ও সহযোগিতা, সাধারন চিকিৎসা প্রদান করে যাচ্ছে। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য, পরামর্শ ও ডাক্তারের সেবা গ্রহণ করতে কল করুন স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে। স্বাস্থ্যবিধি মেনে চলুন ও ভাল থাকুন।
0 coment rios: