কে বলেছে মহামারি করোনাভাইরাসের আবহে শুধুমাত্র পরিবারের কয়েকজন সদস্যদের নিয়েই বিয়ের পর্ব সম্পূর্ণ হয়ে যাচ্ছে? করোণাকালে বিয়েবাড়িতে কোনও জাঁকজমক নেই?
সম্প্রতি পাকিস্তানের এক বিয়ের ভিডিও দেখলে অবাকই হতে হবে। কারণ সেখানে দেখা যাচ্ছে ১০০ কেজি ওজনের লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসে আছেন কনে। যার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বিশেষ সময় লাগেনি।
ভিডিওটি দেখে সবারই প্রশ্ন একটাই, এত ভারি এবং বড় লেহেঙ্গা কী করে সামলালেন ওই কনে? কারণ ১০০ কেজি ওজনের লেহেঙ্গা পরা কোনোভাবেই সাধারণ বিষয় নয়। বিয়ের বাসরে আসা অতিথিরাও অবাক হয়ে গেছেন কনের এমন কাণ্ড দেখে।
বলাই বাহুল্য, ওই বিয়েতে সবাই কনের চেয়ে তার লেহেঙ্গা দেখতেই বেশি ব্যস্ত ছিলেন।
0 coment rios: