বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশকে পিছনো ফেলে এগিয়ে গেলো ভিয়েতনাম। শীর্ষের দ্বিতীয় অবস্থানে ভিয়েতনাম আর বাংলাদেশ তৃতীয় স্থানে। আগের মতোই চীন প্রথম স্থান দখলে রেখেছে। ভিয়েতনামের সাথে বাংলাদেশের ব্যবধান মাত্র ১০০কোটি ডলার।
আমার প্রত্যাশা, চলতি বছরেই আবার বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে চলে যেতে পারবে
ফজলুল হক, সাবেক সভাপতি, বিকেএমইএ
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিসটিকস রিভিউ ২০২১ প্রতিবেদনে গতকাল শুক্রবার দেখা যায়, ২০২০ সালে ২ হাজার ৯০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে ভিয়েতনাম। আর বাংলাদেশ ২ হাজার ৮০০ কোটি ডলার পোশাক রপ্তানি করেছে। অথচ তার আগের বছর বাংলাদেশের রপ্তানি ছিল ৩ হাজার ৪০০ কোটি ডলার। তখন ভিয়েতনামের রপ্তানি ৩ হাজার ১০০ কোটি ডলার ছিল। আর ২০২০ সালে চীন সবচেয়ে বেশি ১৪ হাজার ২০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে।
অবশ্য বাংলাদেশের পোশাক রপ্তানিকারকেরা বলছেন, করোনা মহামারির কারণে গত বছর মাসখানিক পোশাক কারখানা বন্ধ ছিল। সে সময় পণ্য রপ্তানি হয়নি। অনেক ক্রয়াদেশ বাতিল হয়েছে। ফলে বন্ধের পর কারখানা খুললেও ক্রয়াদেশ কম ছিল। সে কারণে সহজেই ভিয়েতনাম বাংলাদেশকে পেছনে ফেলতে পারে।
ডব্লিউটিওর হিসাব অনুযায়ী, ২০২০ সালে চীন, ভিয়েতনাম, বাংলাদেশসহ শীর্ষ ১০ রপ্তানিকারক দেশ ৩৭ হাজার ৮০০ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে। সামগ্রিকভাবে তাদের রপ্তানি কমেছে ১২ শতাংশ। ২০১৯ সালে শীর্ষ ১০ রপ্তানিকারক দেশের পোশাক রপ্তানির পরিমাণ ছিল ৪১ হাজার ১০০ কোটি ডলারের। আবার গত বছর সবচেয়ে বেশি ১৮ হাজার কোটি ডলারের পোশাক আমদানি করেছে ইইউভুক্ত দেশগুলো। দ্বিতীয় শীর্ষ যুক্তরাষ্ট্র আমদানি করেছে ৯ হাজার ৫০০ কোটি ডলারের পোশাক। তা ছাড়া জাপান ৩ হাজার ও যুক্তরাজ্য ২ হাজার ৬০০ কোটি ডলারের পোশাক আমদানি করেছে।
সূত্রঃ আরটিভিনিউজ
0 coment rios: