বুধবার, ১৮ আগস্ট, ২০২১

 আগামীকাল বৃহস্পতিবার খোলা পুঁজিবাজার

আগামীকাল বৃহস্পতিবার খোলা পুঁজিবাজার




এমআরমিডিয়া২৪ রিপোর্টঃ পবিত্র আশুরা উপলক্ষে ক্যালেন্ডারে পুঁজিবাজার সহ সরকারী ছুটি ছিল আগামীকাল ১৯ আগস্ট বৃহস্পতিবার,  জাতীয় চাঁদ দেখা কমিটির সুপারিশক্রমে  পবিত্র আশুরার ছুটি ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট (শুক্রবার) পুনর্নির্ধারণ করেছে সরকার। বুধবার (১৮ আগস্ট) ছুটি পুনর্নির্ধারণ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশে আশুরা না হওয়ায় সেদিন অন্য সকল সরকারি অফিসের মতো ব্যাংকসহ পূঁজিবাজারের কার্যক্রমও চালু থাকবে।

২০২১ সালের ছুটির বর্ষপঞ্জি অনুযায়ী, ১০ আগস্ট শাবান মাস শুরু ধরে ১৯ আগস্ট আশুরার সরকারি ছুটি নির্ধারিত ছিল। কিন্তু এবার জিলহজ মাস ৩০ দিনে শেষ হয় এবং মহররম মাস শুরু হয় গত ১১ আগস্ট। সেই হিসাবে এবার আশুরা ২০ আগস্ট। এ জন্য আশুরার ছুটি পুনর্নির্ধারণ করে ২০ আগস্ট করা হয়েছে। আশুরার দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।

গত ৯ আগস্ট সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশের আকাশে কোথাও মহররম মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসাবে ২০ আগস্ট আশুরা পালিত হবে।

মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

আগামীকাল বুধবার থেকে গণপরিবহন চলবে

আগামীকাল বুধবার থেকে গণপরিবহন চলবে

 


দাঁড়িয়ে কোন যাত্রী নেয়া যাবে না

আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে চালু হচ্ছে গণপরিবহন।

বাসে প্রতিটি আসনে যাত্রী নেওয়ার অনুমতি থাকলেও দাঁড়িয়ে কোনো যাত্রী নেওয়া যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (৯ আগস্ট)  রাতে এক বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছে, বাসে ৬০% বর্ধিত ভাড়া বাতিল করা হয়েছে এবং বুধবার থেকে আগের ভাড়া পুনরায় চালু করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অফিস এবং সংস্থাগুলোর পাশাপাশি পরিবহন মালিক এবং শ্রমিক সমিতির সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করে প্রতিদিন অর্ধেক সংখ্যক যানবাহন চালানোর অনুমতি দিবে স্থানীয় প্রশাসন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার প্রদত্ত স্বাস্থ্য বিধিগুলো পরিবহনের সমস্ত মাধ্যমগুলোকে বজায় রাখা হয়েছে কিনা তা অবশ্যই নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

এ বিষয়ে সতর্ক করে বিআরটিএ বলেছে, গণপরিবহনে সর্বদা স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশাবলী মেনে চলতে হবে এবং বিধিনিষেধ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ৯ আগস্ট, ২০২১

রবি এবং বুধবারেও খোলা থাকবে পুঁজি বাজার

রবি এবং বুধবারেও খোলা থাকবে পুঁজি বাজার

 

ব্যাংকের সাথে তাল মিলিয়ে রবিবার ও বুধবারেও খোলা থাকবে পুুঁজিবাজার, চলবে ১০:০০ থেকে ২:৩০ পর্যন্ত

করোনার সংক্রমণ প্রতিনিয়ত বেড়েই চলেছে। সরকার ঘোষিত বিধিনিষেধ শিথিল করায় আগামী বুধবার (১১ আগস্ট) থেকে পুঁজিবাজারের লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে। সেদিন থেকে পুঁজিবাজারে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২:৩০টা পর্যন্ত।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার (১১ আগস্ট) হতে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এর প্রেক্ষিতে পুঁজিবাজারেও স্বাভাবিক লেনদেন চলবে।

এছাড়া, বিধিনিষেধ শিথিল করায় এখন থেকে রোববার এবং বুধবারও পুঁজিবাজারে লেনদেন চলবে।