মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

আগামীকাল বুধবার থেকে গণপরিবহন চলবে

 


দাঁড়িয়ে কোন যাত্রী নেয়া যাবে না

আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে চালু হচ্ছে গণপরিবহন।

বাসে প্রতিটি আসনে যাত্রী নেওয়ার অনুমতি থাকলেও দাঁড়িয়ে কোনো যাত্রী নেওয়া যাবে না বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (৯ আগস্ট)  রাতে এক বিজ্ঞপ্তিতে বিআরটিএ জানিয়েছে, বাসে ৬০% বর্ধিত ভাড়া বাতিল করা হয়েছে এবং বুধবার থেকে আগের ভাড়া পুনরায় চালু করা হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অফিস এবং সংস্থাগুলোর পাশাপাশি পরিবহন মালিক এবং শ্রমিক সমিতির সংশ্লিষ্টদের সাথে পরামর্শ করে প্রতিদিন অর্ধেক সংখ্যক যানবাহন চালানোর অনুমতি দিবে স্থানীয় প্রশাসন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার প্রদত্ত স্বাস্থ্য বিধিগুলো পরিবহনের সমস্ত মাধ্যমগুলোকে বজায় রাখা হয়েছে কিনা তা অবশ্যই নিশ্চিত করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।

এ বিষয়ে সতর্ক করে বিআরটিএ বলেছে, গণপরিবহনে সর্বদা স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশাবলী মেনে চলতে হবে এবং বিধিনিষেধ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: