Trailing stop and Stop loss
ফ্লোরে আটকে থাকার কারণ ও তার প্রতিকার
কে এম মিজানুর রহমান
আমরা অনেকেই এখন বেশীর ভাগ বিনিয়োগকারী ফ্লোরে আটকে আছি, কারণ কি? অনেকগুলো কারণের মধ্যে স্টপ লস না নেয়া সব চেয়ে বড় কারণ। একজন বিনিয়োগকারীর স্টপ লস না নেয়া অনেক বড় ভুল, স্টপ লস নিলে আজ ফ্লোরে আটকে থাকতে হতো না। আজকে দেখাবো কিভাবে স্টপ লস নিতে হয়। স্টপ লস দুই ভাবে নেয়া যায়, ম্যানুয়ালী ও অটো, বা ট্রেইলিং স্টপ ও এটিআর সেট করা।
ট্রেইলিং স্টপ কি, এবং কেনো?
আমি এর আগে কোনো এক পোস্টে কিভাবে এমা সেট করতে হয় তা শিখিয়েছি। ৯ এমা লাইনকে ঘিরে পরবর্তী দরকে অনুসরণ করাই হলো ট্রেইলিং আর একটা নির্দিষ্ট দরে বেঁধে দেয়া(যেমন ১০%বা ৮%) সেল করার চিন্তাই হলো স্টপ, যতোক্ষণ না ১০% বা ৮% দর না কমে ততোক্ষণ আমি বিক্রী করবো না, এ রকম ধারণা পোষণ করে শেয়ারকে ধরে রাখাকেই মূলতঃ ট্রেইলিং স্টপ বলা হয়। এখানে মনে রাখা দরকার যে সব শেয়ার কিন্তু ট্রেইল অনুসরণ করে উর্ধ্বগামী হয় না। কিছু কিছু শেয়ার হয়।
কিছু কিছু শেয়ার আছে যা বছর জুড়েই বাড়ে আর কিছু কিছু শেয়ার আছে অল্প কিছুদিন বেড়েই আর বাড়তে পারে না। যে শেয়ারগুলো বছর জুড়েই বাড়ে সে গুলোতে মূলতঃ ট্রেইলিং স্টপ সেট করতে হয়। একটু সহজ করে বলি, ধরুন আপনি একটা শেয়ার কিনেছেন ৫০.০০টাকায়, সেল টার্গেট সেট করলেন ৬০.০০টাকা, লাভ প্রায় ২৩শতাংশ, এরপর সত্যি সে শেয়ার দর ৬০.০০টাকা উঠলো আপনি তা বিক্রী করে দিলেন, কয়েকদিন পর দেখা গেলো ঐ শেয়ারটা ৮০ টাকায় উঠেছে কেমন লাগবে আপনার? যদি তা আবার ১৫০.০০ টাকা হয় তখন? শুধুই আফসোস হবে, আহা যদি এখনও থাকতো? সি পার্ল এর শেয়ারটার কথাই ধরুন না মাস চারেক আগেও ৪০.০০ /৪৫.০০ টাকা ছিলো এখন কতো? এরকম এক সময়ের Beximco, Imam button, Metrospin, HR text, Al-haj tex, , এরপর Sonali Paper, Anwar galvanising, Sonali Ansh, Orion Infusion, , BPML Monospool, Paper processing, BD com, BD Lamp ADN tel, Genexil, EGEN, Saport, Sinobangla ইত্যাদি ইত্যাদি শেয়ার অনেক বেড়েছিলো এবং বাড়ছে, এরকম দুই চারটা শেয়ার সব সময়ই আমাদের বাজারে থাকে, ইমাম বাটন কেনো রেখেছি জানেন? এ শেয়ারটার প্রোডাকশন বন্ধ, অফিস তালা দেয়া, তার পরেও বেড়েছে, এগুলোর ফান্ডামেন্টালী কোনো ভিত নাই তবুও বেড়েছে, তবে আমি বলবো এসব শেয়ারে এন্ট্রি না নেয়া, একবার কোনোভাবে আটকে গেলে আর বেরুতে পারবেন না। এসব শেয়ার বাছাই করতে আমাদের দেশের বিভিন্ন এ্যাপস বা বিদেশী সফটওয়্যার ইনভেস্টিং.কম-এর পারফরমেনস্ স্ক্যান করলেই পাওয়া যায়। টেকনিক্যাল এ্যানালাইসিসেও এগুলো ধরা পড়ে, এ শেয়ারগুলোর খুব একটা ফান্ডামেন্টাল দরকার পড়ে না, মামুরা থাকলেই হলো, মামুরা কোথায় থাকে? সবাইতো আর মামুদের খুঁজে পাবেন না, তবে টেকনিক্যাল এ্যানালাইসিসে আপনি মামুদের খুঁজে পাবেন। সে যেখানেই থাকুক না কেনো, স্ক্যান করে তাদের ধরতে পারবেন। দর ভলিয়ম এবং বাড়ার মুভমেন্ট দেখলেই এসব শেয়ার খুঁজে বের করা যায়। এসব শেয়ারের দর কি আজীবন বাড়তেই থাকবে? অবশ্যই না, এজন্যই দরকার ট্রেইলিং স্টপ সেট করা, কিভাবে? সেটাই আজ দেখাবো।
ট্রেইলিং স্টপ সেট করার নিয়মঃ
চিত্রঃ সি পার্ল
আমরা জানি, কোনো শেয়ার অনেক দিন/বছর সাইডওয়েতে থেকে যদি আমাদের সেট করা ৪টা এমা স্প্রেড করে তবে সেই শেয়ার দর অনেক বাড়ে এমনই একটা শেয়ার সি পার্ল।
আমরা এই সিপার্ল শেয়ারটায় ট্রেইলিং স্টপ সেট করবো, ধরি এই শেয়ারটা আমি ৫০.০০ টাকায় কিনলাম, সেল টার্গেট ৬০.০০ টাকা, শেয়ারটার দর ৬০.০০ টাকায় উঠলে আমি বিক্রী করে দিলাম, এরপর দর বাড়তে থাকলো শেয়ারটি সর্বোচ্চ ১৯৪.৫০টাকা উঠেছিলো, ৬০.০০ টাকা বিক্রয় করার পর প্রায় ৩গুণ লাভ থেকে বঞ্চিত হলেন, মনে হচ্ছে ১০০/-টাকায় যদি বিক্রী করতে পারতাম তবুও অনেক লাভ হতো, কিন্তু আগে থেকেতো জানা যায় না যে এই শেয়ার ১০০টাকায় উঠবে-ট্রেইল অনুসরণ করে ধাপে ধাপে বাড়ে, যতদিন চাহিদা থাকে ততো দিন বাড়ে তাহলে কি করা? সেটাই দেখাচ্ছি।
এখানে আমি ১০% ট্রেইলিং স্টপ সেট করবো
১০%=(১০০-১০)/১০০=.৯টাকা
নো রিস্ক নো গেইন, আমি ১০শতাংশ লস স্বীকার করে শেয়ার কিনছি
৫০টাকার ১০% =৫০x.৯=৪৫টাকা, এর অর্থ কি দাঁড়ালো? শেয়ারটি আমি ৪৫.০০ টাকায় এলে বিক্রী করবো নইলে বিক্রী করবো না, দর বাড়ছে ৪৫.০০ টাকায় কিন্তু আর আসলো না, বাড়তে বাড়তে শেয়ারটা ৬০.০০ টাকায় উঠে গেলো আর আপনার বেঁধে দেয়া দরে পৌঁছে গেলো আপনি বিক্রী করে দিলেন, আমরাতো জানি শেয়ার বাজার ঝুঁকির বাজার ঝুঁকি নিতেই হয় তবে উল্টা-পাল্টা ঝুঁকি নিলে চলবে না, এখানে আবার ঝুঁকি নেবো ঐ শেয়ারটার চাহিদা বুঝে যেহেতু ভলিয়ম দেখে বোঝা গেছে চাহিদা আছে তাই আবার ঝুঁকি নেবো আবার নতুন করে ট্রেইলিং স্টপ সেট করবো তাহলো ৬০x.৯=৫৪.০০টা, অর্থাৎ ৫৪.০০ টাকায় এলে বিক্রী করবো নইলে না, আমি আবার অপেক্ষা করছি কয়দিন পর দর উঠলো ৮৫.০০ টাকা, আপনার ফুর্তি কিন্তু বেড়ে গেছে ৫৪.০০ টাকায় না এসেই ৮৫টাকা হলো, আবার স্টপ লস দিন ৮৫x.৯=৭৬.৫০ এইভাবে স্টপ লস দিতে দিতে ট্রেইল ধরে এগিয়ে যান ৭৬.৫০টাকায় দর না এসে দর হলো ১০০.০০টাকা এবার কি করবেন? আপনিই সিদ্ধান্ত নিন বিক্রী করবেন নাকি আবার ট্রেইলিং স্টপ সেট করবেন?
তবে দর বেশী ওপরে উঠে গেলে ৫শতাংশ ট্রেইলিং স্টপ সেট করুন অর্থাৎ ঐ দরকে .৯৫ দিয়ে গুণ করুন, আশা করছি বুঝতে পেরেছেন।
স্টপ লস!!
কিছু কিছু শেয়ার আছে সেগুলো ২/৪দিন বাড়ার পরেই আর বাড়তে পারে না, আমি বলি ২/৪ দিন বাড়ার পরেই বিক্রী করে দিন, বা যেদিন দর কমা শুরু হয়, এবং শেষ পর্যন্ত দর আর ধরে রাখতে পারে না, তখন বিক্রী, বাঁকী লাভ আরেক ভাই/বোন করুক। যারা কোনো এ্যানালাইসিস জানেন না, এটা তাদের জন্য, এটা এক ধরনের মনোস্ত্বাত্তিক স্টপ লস, তবে অবশ্যই আপনাকে আগে কেনা শিখতে হবে, এমন সময়ে কিনতে হবে যাতে আর না কমে, বিশেষ করে সাপোর্ট লাইনে এসে দর ও ভলিয়ম বাড়তে থাকলে তখন ক্রয়।
স্টপ লস সেট করতে এটিাআর (ATR=Average True Range)
নিয়ম প্রায় একই, এটা জানতে কিছুটা টেকনিক্যাল এ্যানালাইসিস জানতে হয়। প্রথমে যে কোন ব্রাউজ ওপেন করে চার্ট আনতে হয়, আমি https://stocknow.com.bd/chart এর চার্ট নিয়েছি, এটা সবার জন্যই উন্মুক্ত। এর পর মেনুর Indicator থেকে ATR (Average True Range) ইন্ডিকেটর সেট করেছি, টাইম ফ্রেম সেট করেছি ১ দিনের, শেয়ার নিয়েছি BNICL, স্টকটা সাপোর্ট লাইন থেকে দর বাড়া শুরু হয়েছে আমি কিনেছি ১৪ই নভেম্বর, ক্রয় দর ছিলো ৫৯.০০টাকা ঐ দিন ১৪ পিরিয়ডের ATR Value ছিলো ৩.৬০টাকা (যখন যেকোনো দিনের ক্যান্ডেলস্টিক-এর ওপর মাউস নিলে সেই সময়ের ATR Value স্বয়ংক্রিয়ভাবে দেখাবো)। এখন আমি ক্রয় দর ৫৯.০০টাকা থেকে ATR Value ৩.৬০ টাকা বাদ দিবো। ৫৯.০০-৩.৬০= ৫৫.৪০ টাকা অর্থাৎ সেল দর ৫৫.৪০-এ আসলে বিক্রী করবো নইলে বিক্রী করবো না এরপর ১০% বাড়লে আবার আরেকটা স্টপ লস সেট করবো। যদি বাড়তেই থাকে তবে ধাপে ধাপে স্টপ লস (ATR Value বাদ দিয়ে) সেট করবো, রিস্ক নিতে না চাইলে আপনার কাংক্ষিত লাভ হলে বিক্রী। যারা এ্যানালাইসিস বোঝেন না তারা রিসেন্ট হাই প্রাইস (৬৯.০০টাকা পর্যন্ত অপেক্ষা করতে পারেন। এর পর থেকে এভাবে স্টপ লস সেট করলে আশা করি ফ্লোরে পড়ে থাকতে হবে না। আজ এ পর্যন্তই, সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।
0 coment rios: