রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

সিক্রেট মাইন্ড সেটঃ শেয়ার বাজার কবে থেকে ভালো হবে?

 

রশি বা দড়ি দিয়ে বাঁধা হাতি


ডিএসই ইনডেক্স ১৮+,বাঁধা পেরিয়ে ব্লাক সানডে আজ হোয়াইট সানডে হয়ে গেলো, মার্কেট এগিয়ে যেতে এটা একটা শুভ লক্ষণ
M R Media24: একটা গল্প দিয়ে শুরু করি, গল্পটা যদিও পুরোনো, একটা ছোট হাতিকে রশি দিয়ে বেঁধে রাখা হতো, অনেক চেষ্টা করেও সে রশি ছিঁড়ে বেরোতে পারতো না, একটা নির্দিষ্ট গন্ডির মধ্যেই ঘুরাফিরা করতো, এক সময় সে এতে অভ্যস্ত হয়ে পড়লো, তার মাথায় সেট হয়ে গেল অর্থাৎ বিশ্বাস জন্মালো (মাইন্ডসেট) যে সে এর বাইরে আর যেতে পারবে না, একসময় রশি ছেঁড়ার চেষ্টা বাদ দিলো, বড় হওয়ার পরেও আর সে আর রশি ছেঁড়ার চেষ্টা করে নাই, যদিও সে খুব সহজেই এটা ছিঁড়ে ফেলতে পারতো।
আমাদের শেয়ার বাজারেও বেশীরভাগ মানুষের মাথার মধ্যে এই ব্যাপারটা ঢুকে পড়েছে। কোনো কিছু না শিখে না বুঝে শেয়ার বাজারে এসে শেয়ার কিনে লস করতে করতে এমন অবস্থায় পৌঁছেছে যে তাদের মাথায় সেট হয়ে গেছে, যে শেয়ার বাজার থেকে লাভ করা তার পক্ষে সম্ভব নয়। এছাড়া বাজার কমাতে কিছুদিন পর পর কারসাজিকারকদের রশি যেমন ব্লাক সানডে, শেয়ার বাজারে কোনো সূত্র কাজ করে না, মুদ্রনীতি, বাজেট, বর্তমানে ইলেকশনের ধোঁয়া, এরকম অনেক অনেক রশি দিয়ে বিনিয়োগকারীদের বেঁধে রাখা হয় যা ছিঁড়ে কেউ কেউ বেরিয়ে আসতে পারলেও বেশীরভাগ বিনিয়োগকার তা থেকে বেরিয়ে আসতে পারছে না। দড়ি ছিঁড়ে আপন শক্তিতে যেদিন এই বৃত্ত থেকে সব বিনিয়োগকারী বেরিয়ে আসতে পারবে, মুক্ত জীবনের স্বাদ নিতে পারবে, নিজের মতো করে বাজারে ক্রয় বিক্রয় করতে পারবে, সেদিন থেকেই বাজার ভালো হবে।
জীবনে হার বলে কিছু নেই, দড়ি ছিঁড়ে বেরিয়ে আসতে পারলেই আপনি জিতবেন, নইলে শিখবেন, তবে হার যেনো এমন না হয় যে আপনার সব পুঁজি শেষ হয়ে যায়!
K M Mizanur Rahman
Admin: DSE Money Maker
Mentor: School of DSE Money Maker
Phone: 01631429169


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: