![]() |
বিমস্টেক শীর্ষ সম্মেলনে ব্যাংককের এক হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একসাথে |
বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস-ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে নৈশ্যভোজের টেবিলে কুশলাদি বিনিময় করেন। সম্মেলনের সাইডলাইনে কাল দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদি। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসকে বলেন, ‘বাংলাদেশ ও ভারত—দুই দেশের সরকার প্রধানের মধ্যে আগামীকাল বৈঠক হবে।’ থাইল্যান্ডের ব্যাংকের একটি হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনের আনুষ্ঠানিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সদস্য রাষ্ট্রের সরকার প্রধানরা এতে যোগ দেন। প্রধান উপদেষ্টাকে নৈশভোজে স্বাগত জানান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং সিনোয়াত্রা নৈশভোজে ডক্টর ইউনুস সহ নরেন্দ্র মোদির সাক্ষাৎ হয় কুশলাদি বিনিময় করেন তারা, দুই নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতেও দেখা যায় বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর এই প্রথমবারের মতো ডক্টর ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে, ধারণা করা হচ্ছে দুই দেশের সম্ভাবনার পাশাপাশি উদ্বেগের দিকগুলো নিয়ে আলোচনা করতে পারেন দুই নেতা। বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোট ব্যাংকক বিমস্টেকের শীর্ষ সম্মেলন শেষ হবে ২-৪ এপ্রিল। সূত্রঃ বাসস, ব্যাংকক |
0 coment rios: