![]() |
Price sensitive information |
Price Sensitive Information (PSI)
মাঝে মাঝেই আমরা বিএসইসির Price Sensitive Information (PSI) এর মেসেজ টা
দেখতে পাই ডিএসইর ওয়েবসাইটে, কখনো ভেবে দেখেছেন কি এই Price Sensitive Information (PSI) এর মধ্যেই লুকিয়ে আছে হাজার হাজার কোটি
টাকার গোপন রহস্য!
কোম্পানী কি করবে না করবে তা কিন্তু সে আগে থেকেই জানে। যারা ক্ষুদ্র বিনিয়োগকারীরা তারা কিন্তু তা জানে না বা আগে থেকে জানা সম্ভবও নয়!
কিভাবে শেয়ার দর প্রভাবিত হয়?
কোম্পানির লাভ বা ক্ষতির রিপোর্ট (যেটা এখনো প্রকাশ হয়নি)
ডিভিডেন্ড ঘোষণা বা বাতিল
মার্জার বা অধিগ্রহণ (M&A) সংক্রান্ত খবর
নতুন পণ্য বাজারে আনার পরিকল্পনা
বড় অর্ডার পাওয়া বা হারানো
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন বা নিষেধাজ্ঞা ইত্যাদি
আমরা কি ছাগলের ৩ নং বাচ্চা!
ধরুন একটা বন্ধ কোম্পানী চালু হবে সেটা আগে কোম্পানী জানবে,তারা বিষয়টি বিএসইসিকে জানাবে,
বিএসইসি জানাবে অর্থ মন্ত্রণালয়কে এরপর খবর হবে, তার পরে ক্ষুদ্র বিনিয়োগকারী জানবে,
কি দাঁড়ালো? খবরটা ক্ষুদ্র বিনিয়োগকারীদের কানে আসতে অনেকদিন সময় লেগে গেলো, এর মধ্যেই
কোম্পানী নামে বেনামে আগেই সেগুলো স্টক করলো, বিএসইসি, অর্থমন্ত্রণালয়ের লোকজনেরা কি
বসে থাকবে? তারা আগেই সেগুলো স্টক করবে। টাকা দেখলে কাঠের পুতুলও হা করে! এক সময়
তার দর বাজারে প্রভাব ফেলে, দর অনেক বেড়ে
যায়, চলে হাজার হাজার কোটি টাকার খেলা, ক্ষুদ্র বিনিয়োগকারী না বুঝে দর বাড়ার পর তা কিনতে থাকে এমনই সময় বিএসইসি থেকে
আসে Price Sensitive
Information! আমরা ক্ষুদ্র বিনিয়োগকারীরা ছাগলের ৩ নং বাচ্চার মতো যা পাই তা অনেক পরে!
Price Sensitive Information (PSI) হলো এমন তথ্য যা কোনো কোম্পানির শেয়ারমূল্যে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। এই তথ্য যদি আগে থেকে কেউ জেনে যায় এবং সেই অনুযায়ী শেয়ার কেনা-বেচা করে, তাহলে সেটা ইনসাইডার ট্রেডিং হিসেবে গণ্য হয়—যা আইনত দণ্ডনীয়।
গোপন কথাটি রয় না গোপনে!
শেয়ারবাজারে বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নেন তথ্যের ভিত্তিতে। যদি কেউ আগে থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যায়, তাহলে সে অন্যদের তুলনায় বেশী লাভবান
হয় বা অন্যায্য সুবিধা পায়। তাই PSI গোপন রাখা এবং সঠিক সময়ে প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে
আমাদের দেশে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে সঠিক সময়ে তথ্য প্রকাশ করার আগেই
কোম্পানী ও তার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবদের কাছে তা প্রকাশ পেয়ে যায়, কোনো
কোম্পানী আবার টাকার লোভে তথ্য বিক্রীও করে দেয়! এর পর দরও বেড়ে যায় আর চড়া দামের
সময় কোম্পানীর গুণগাণ গাওয়া হয় আম জনতা কিনতে থাকে, একসময় কোম্পানী বড় ধরণের সেল
প্রেসার দিয়ে গছিয়ে দেয় তাদের হাতে, জনতা ধরা খায় বালিশ খেলার মতো। বিএসইসি’র কাছে
যখন এগুলো ধরা পরে এবং এ্যাকশন নিতে যায় তখন কি অবস্থা হয় আপনারা তা নিশ্চয়ই
জানেন।
PSI ব্যবহারে সততা ও নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন বিনিয়োগকারী বা কোম্পানির কর্মী হিসেবে PSI গোপন রাখা এবং সঠিক সময়ে প্রকাশ করা পেশাগত দায়িত্ব।
গুরুত্বপূর্ণ বার্তা
PSI ব্যবহারে সততা ও আইনজ্ঞান অপরিহার্য।
PSI-র সঠিক ব্যবস্থাপনা বাজারে বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা বজায় রাখে।
একমাত্র ভলিয়ম এ্যানালাইসিস এবং সবার স্বচেতনতা আপনাকে এ থেকে রক্ষা করতে পারে।
লেখাটি যদি ভালো লেগে থাকে তবে সবার স্বার্থে প্রচার করতে লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন।
এরপর চলবে গল্পাকারে....
কে এম মিজানুর রহমান
২.১০.২৫
"খুবই গুরুত্বপূর্ণ একটি লেখা। Price Sensitive Information (PSI) আসলে শেয়ারবাজারে স্বচ্ছতা ও ন্যায্যতার মূল চাবিকাঠি। কিন্তু বাস্তবে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবসময় দেরিতে তথ্য পায়, আর ততক্ষণে স্মার্ট মানি আগেই লাভ তুলে নেয়। লেখাটিতে যেমন বলা হয়েছে, PSI ব্যবহারে সততা ও নৈতিকতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আমাদের সবার সচেতনতা, ভলিউম অ্যানালাইসিস এবং সময়মতো তথ্যপ্রকাশই পারে বাজারকে আরও বিশ্বাসযোগ্য করতে। ধন্যবাদ শ্রদ্ধেয় মিজান স্যারকে এত সুন্দরভাবে বিষয়টি তুলে ধরার জন্য।"
উত্তরমুছুন