সুজন-সখী’ সিনেমার
সেই সুজন (আকবর হোসেন পাঠান দুলু) যিনি চিত্রনায়ক ফারুক নামেই বেশী পরিচিত, তিনি জানেনই
না তাঁর সখি (কবরী সারওয়ার) এখন না ফেরার দেশে চলে গেছেন।
ফারুক এখন সিঙ্গাপুরের
মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে
জানিয়েছে তার পরিবার।
দুই সপ্তাহেরও
বেশি সময় ধরে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন এ অভিনেতা।
কিছুদিন আগে ফেসবুকে এ অভিনেতার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে।
গত ২১ মার্চ
অচেতন অবস্থায় ফারুককে আইসিইউতে নেওয়া হয়েছিল। এখনও আইসিইউতে থাকলেও গত দুইদিন ধরে
তিনি সাড়া দিচ্ছেন, কথাও বলেছেন বলে জানান তার ছেলে।
নিয়মিত চেকআপের
জন্য মার্চের প্রথম সপ্তাহে সিঙ্গাপুর গিয়েছেন ফারুক। চেকআপের মধ্যেই তার রক্তে সংক্রমণ
বেড়ে যাওয়ায় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন তিনি।
এক সময়কার জনপ্রিয়
এ চিত্রনায়ক ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে ঢাকা-১৭
আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
আকবর হোসেন
পাঠানের জন্ম ১৮ আগস্ট ১৯৪৮সাল। একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, ব্যবসায়ী
ও রাজনীতিবিদ। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত
জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। তিনি লাঠিয়াল, সুজন
সখী, নয়নমনি, সারেং বৌ, গোলাপী এখন ট্রেনে, সাহেব, আলোর মিছিল, দিন যায় কথা থাকে,
মিয়া ভাই-সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য
তিনি ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন
এবং ২০১৬ সালে আজীবন সম্মাননা অর্জন করেন। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে তিনি সবচেয়ে
সফল ও সেরা নায়কদের একজন হিসেবে স্বীকৃত।
0 coment rios: