নিজস্ব প্রতিবেদক : আজ শুক্রবার ২৩ এপ্রিল, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৮৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ভাইরাসটির সংক্রমণ ধরা পড়েছে ৩ হাজার ৬২৯ জনের শরীরে দেহে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৩৯ হাজার ৭০৩ জনের দেহে। এর মধ্যে মারা গেছে ১০ হাজার ৮৬৯ জন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের ২৪৯টি ল্যাবে ২৫ হাজার ৮৯৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪.০০ শতাংশ। সার্বিক শনাক্তের হার ১৩.৯৫ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২২৫ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৬ লাখ ৪৭ হাজার ৬৭৪ জন। সুস্থতার হার ৮৭.৫৬ শতাংশ।
সবশেষ ২৪ ঘণ্টায় মৃত ৮৮ জনে ৬২ পুরুষ, ২৬ নারী রয়েছে। তাদের মধ্যে সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
বয়স বিবেচনায় মৃত ৮৮ জনের মধ্যে ষাটোর্ধ্ব ৬০ জন, পঞ্চাশোর্ধ্ব ১৫ জন, চল্লিশোর্ধ্ব ছয়জন, ত্রিশোর্ধ্ব ছয়জন।
বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৩ জনের মৃত্যু হয়েছে। এরপরই রয়েছে চট্টগ্রাম, ১৮ জন। এ ছাড়া, রাজশাহীতে তিন, খুলনা তিন ,সিলেটে তিন, রংপুরে তিন ও ময়মনসিংহের পাঁচজনের মৃত্যু হয়েছে।
0 coment rios: