লেখা-DSE Money Maker-এর ফেসবুক থেকে নেয়া
অন্য কেউ পারলে আমি কেনো পারবো না?
।। কে এম মিজানুর রহমান ।।
ধরুন, আমার একটা দোকান আছে। আমি একটা প্র্রোডাক্ট কিনবো, পাইকারী দাম ১০০.০০টাকা, দোকানী চাইলো ৩০০.০০টাকা আমি যদি না জেনে বুঝে ঐ প্রোডাক্টটি ৩০০.০০টাকায় কিনি তবে কি সেই দামে কিনে তার চেয়ে বেশী দামে বিক্রী করতে পারবো?
অবশ্য বাটপারদের কাছে অসম্ভব বলে কিছু নাই, তারা পিতলকেও সোনা বানিয়ে বিক্রী করতে পারে। কাদের কাছে? এক কথায় বোকাদের কাছে, কারণ দেশে/শেয়ারবাজারে বোকা লোকের অভাব নেই। এই শেয়ার বাজারেও বাটপার, চালাক, বোকা, বুদ্ধিমান, ছিনাতাইকারী, ডাকাত সব ধরণের মানুষই আছে। তাই বোকা থেকে বুদ্ধিমান হওয়ার চেষ্টা করুন লস হওয়ার আগেই। শেয়ার বাজারে ১০০টাকার জিনিষ ৩০০টাকা নয়, হাজার হাজার টাকায়ও বিক্রী করা হয়। আবার উল্টোটাও হয়। শেয়ার বাজারে এরকম ঘটনাই বেশী ঘটে।
বুদ্ধিমানরা ঠিকই যাচাই করবে যে, ঐ প্রোডক্টটির দাম সত্যিই ৩০০.০০টাকা কি না,যাচাই করার বিভিন্নরকম উপকরণ তার জানা, তাই তিনি যে জিনিষের যা দাম তিনি সেই দরেই কিনবেন পারলে আরও কম দামে কিনবেন এবং সঠিক দরেই বিক্রী করে লাভবান হবেন। ওয়ারেন্ট বাফেট ঐ ১০০টাকার প্রোডাক্ট কিন্তু আরও কম দামে কিনতেন। উনি ঐ সময়ের জন্য অপেক্ষা করতেন যখন ভাল জিনিষেরও কদর কমে যায়, সস্তায় পাওয়া যায়, উনি দিন, সপ্তাহ বা মাস নয় বছরের পর বছর অপেক্ষা করতেন, আমরা কি তা পারি? আজ কিনে কালকেই ১০% লাভ চাই, নইলে মন খারাপ হয়।
শেয়ার বাজার খেলার বাজার সব সময়ই এখানে দুইটা দল থাকে, একদল হারে, আরেক দল জেতে, যেদল হারে সে দল কাঁদে, শুধু কাঁদে না অন্যকে বা বাজারকে বকা দেয়, এমন বকা যে গুষ্ঠি উদ্ধার করে বকা দেয়, কারণ উনি শতভাগ নিশ্চিত হয়ে শেয়ার কেনেন নাই, খোঁজ নিলে জানা যাবে বাজার সম্বন্ধে ওনার কোন ধারণাই নাই। যে দল জেতে তার মুখে হাসি থাকে, সে দল প্রজাপতির মতো ফুরফুরে মেজাজে থাকে, ঠিক অন্যান্য খেলায় জেতার মতোই। তাহলে জেতার উপায় কি? উপায় কি নাই? এ বাজার প্রতিদিন জেতার বাজার না, বাজারটার নাম ‘স্টক মার্কেট’ বাজার বাজারের মতোই চলবে, অনেকে আমাকেও মনে মনে হয়তো গালি দিচ্ছেন, উনি বুঝি হারেন না, আমি জোর দিয়ে বলছি আমিও হারি, লস হয় তবে বিক্রি করি না, আমি জানি আমি বিক্রী করলে হারবো, এখন আপনারাই বলেন আমি হারছি নাকি জিতছি।
No one is greater than the market. (মার্কেটের থেকে বড় কেউ না), বাজার বাজারের গতিতে চলবে সেই গতিটা আপনাকে ধরতে হবে, বাজারে প্রচলিত কথা ‘Trend is your friend’ ট্রেন্ড মেনে ১০০% নিশ্চয়তা নিয়ে কিনুন ঠকবেন না। এ বাজারে কেউই জোর দিয়ে বলতে পারবে না যে আমি হারি না, হারেন, তবে সাময়িক উনি কনফিডেন্টলি শেয়ার কিনেছেন ১০০% কনফিডেন্ট নিয়ে শেয়ার কিনেছেন, ওনার মনে কোন ভয় নাই, আজ না হোক কাল বাড়বেই হয়তো সময় লস হবে কিন্তু সে শেয়ার এমন বাড়া বাড়বে যে ঐ সমটুকুতে যে লস হতো তাও পুষিয়ে দেবে। আজ আমি একটা শেয়ারের নাম বলছি Aramit Ltd এই শেয়ারটা আমরা কয়েকজন মিলে বাছাই করেছিলাম যখন দর ছিল ৩১৬.০০-থেকে ৩২২.০০টাকার মধ্যে কেন কিনেছেলাম? ২০টা প্রশ্ন দাঁড় করিয়েছিলাম সবগুলো প্রশ্নের উত্তর ছিল হ্যাঁ, এভাবে কনফিডেন্ট গ্রো করেছিলাম, এর কিছুদিনের মধ্যেই, সে শেয়ার ৩৮০.০০টাকায় উঠলো, কেউ বেচলো কেউ আবার এই দরে কিনলো, আচ্ছা যারা ৩৮০.০০যারা কিনলো তারা কি লাভ করবে না? অবশ্যই করবে, সেটা সময়ই বলে দেবে, ধৈর্য এবং জ্ঞানই তাকে তার কাংক্ষিত লক্ষ্যে পৌছে দেবে। অপেক্ষা করুন।
0 coment rios: