সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

মানুষ মানুষের জন্য!


ওপরে বাঁ থেকেঃ ক্ষতিগ্রস্থ খামার, মুরগীর বাচ্চা বিতরণ করছেন School of DSE Money Maker অনলাইন স্কুলের মেন্টর কে এম মিজানুর রহমান মানিক ও  শিক্ষার্থীবৃন্দ, ‍মুরগীর বাচ্চার খাবার।
নীচে বাঁ থেকেঃ এক ক্ষতিগ্রস্থ মামুন ভূঁইয়া অন্য ক্ষতিগ্রস্থদের টাকা বিতরণ করছেন, ৩ সদস্যের টিম-কে এম মিজানুর রহমান মানিক, ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন শুভ ও ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম বিপ্লব, ক্ষতিগ্রস্থ বাড়ী

প্রতিবেদক, ফেনী

আগষ্টের প্রলয়ঙ্কারী বন্যায় ফেনীর বন্যা দূর্গতদের পুনর্বাসনে পাশে দাঁড়িয়েছে School of DSE Money Maker অনলাইন স্কুলের শিক্ষার্থী ও DSE Money Maker ফেসবুক গ্রুপের সম্মানিত সদস্যবৃন্দ, তাদের সহযোগিতার অর্থ ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে পৌঁছে দিতে ২০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ঢাকা থেকে স্কুলের মেন্টর ও গ্রুপ এ্যাডমিন কে এম মিজানুর রহমান, কুমিল্লা থেকে ইঞ্জিনিয়ার জসিম উদ্দীন শুভ ও ইঞ্জিনিয়ার মাজহারুল ইসলাম বিপ্লব ফেনীতে গমন করেন। তাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন গ্রুপের সদস্য ও বন্যায় ক্ষতিগ্রস্থ ফেনীর মামুন ভু্ইয়া ও অন্যান্যরা। বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ক্ষতিগ্রস্থ পরিবারসমূহ।
সকলের সহযোগিতা ও আল্লাহ পাকের অশেষ রহমতে ৩ সদস্যের এ টীম বন্যায় ক্ষতিগ্রস্থ খামার পরিদর্শন করে স্বল্প পরিসরে মঠবাড়িয়া তুলাতুলী গ্রামের সর্বশান্ত হয়ে যাওয়া কয়েকজন খামারীকে মুরগীর বাচ্চা, সেগুলোর ১ মাসের খাবার বাবদ প্রয়োজনীয় আর্থিক সহায়তা ও বাড়ীঘর ভেঙ্গে যাওয়া কয়েকজন দুস্থের মধ্যে ১০,০০০/-করে টাকা বিতরণ কাজ সম্পন্ন করেন। এখানে উল্লেখ্য এক ক্ষতিগ্রস্থ অন্যান্য ক্ষতিগ্রস্থদের টাকা দিয়ে সহায়তা করছেন, ফেনী বাসীর এ উদারতা বিষ্ময়কর বলে জানিয়েছেন, স্কুলের মেন্টর ও গ্রুপের এ্যাডমিন কে এম মিজানুর রহমান মানিক, ক্ষতিগ্রস্থরা জানান বন্যা পরবর্তী সময়ে এই প্রথম আপনাদের সহযোগিতা পেলাম।
বন্যায় ক্ষতিগ্রস্থ বানভাসী মানুষের জীবন সুরক্ষা ও School of DSE Money Maker অনলাইন স্কুলের শিক্ষার্থী, গ্রুপের সদস্য ও অন্যান্য যারা বন্যার্তদের পাশে দাঁড়িয়ে সহযোগীতা করেছেন তাদের সফলতা ও আল্লাহপাকের অশেষ রহমত কামনা করে স্থানীয় মসজিদে বিশেষ মোনাজাত পাঠ করেন ইমাম সাহেব। 
পরিশেষে এ টিম উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল হাসান, এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব মোঃ আফতাবুল ইসলাম, ফেনী সদর, ফেনীর সাথে দেখা করে বন্যায় ক্ষতিগ্রস্থদের বিস্তারিত বিবরণ তুলে ধরলে তারা যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন, ক্ষতিগ্রস্থদের ত্রাণ বিনিময়ে কেন দেরী হচ্ছে জিজ্ঞেস করায় উনারা বলেন স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা না থাকার কারণে দ্রুত পদক্ষেপ নিতে দেরী হচ্ছে। পরিশেষে উক্ত মহতী কাজে সহযোগিতার হাত প্রসারিত করার জন্য গ্রুপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন গ্রুপ এ্যডমিন ও স্কুলের মেন্টর।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

1 টি মন্তব্য: