বাংলাদেশী টাকা |
এম আর মিডিয়া২৪ ডেস্কঃকিছু সুখবর শোনা গেলেও বাজারে তার প্রভাব দেখা যাচ্ছে না, আস্থা পাচ্ছেন না বিনিয়োগকারী, তবে দ্রুত মুনাফার চিন্তা না করে দীর্ঘমেয়াদে লাভবান হওয়ার পরিকল্পনা করলে ভালো ফল পাবেন, তবে অবশ্যই কারসাজিকারকদের শেয়ার উচ্চমূল্যে কেনা থেকে বিরত থাকতে হবে।
- গত ১২ ডিসেম্বর, পুঁজিবাজারে বিনিয়োগ–সক্ষমতা বাড়াতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান আইসিবি সরকারের গ্যারান্টিতে ৩০০০ (তিন হাজার) কোটি টাকা ঋণ পেয়েছে, তাই আইসিবিকে শেয়ার কিনতে হবে, তারা চাইবে যে কোনো উপায়ে কম দামে শেয়ার কিনতে, শেয়ার বিক্রী করবেন নাকি ধরে রাখবেন সিদ্ধান্ত আপনার!
- শেয়ারবাজারে নতুন বিনিয়োগকারী এসেছে ১২ হাজার ৪৫১ জন, এটা শেয়ার বাজারের জন্য অবশ্যই একটা ভালো খবর, এর ফল ভোগ করতে হলে ধৈর্য ধরতে হবে।
- যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলোতে সুদের হার কমায় এবং বাংলাদেশের তালিকাভুক্ত অনেক কম্পানির শেয়ারের মূল্য অনেক কম হওয়ায় আবারও তারা বিনিয়োগে আমাদের দেশে আগ্রহ দেখাচ্ছে
- বেশীরভাগ সময়ে ভালো শেয়ারের দর না বেড়ে কেনো খারাপ শেয়ারের দর বাড়ে তা খুঁজে বের করুন, নিজে সেল্ফ এ্যানালাইসিস করতে শিখুন, অন্যের ফাঁদে পা দেবেন না।
- শেয়ার বাজারে মুনাফার সম্ভাবনা থাকলেও এটি ঝুঁকিপূর্ণ, তাই কখনোই ধার বা ঋণের টাকায় বিনিয়োগ করবেন না।
- যেকোনো বিনিয়োগের আগে সেই কোম্পানি বা স্টকের বিষয়ে ভালোভাবে গবেষণা করুন।
- শেয়ার বাজারে ধৈর্য ও সময় দেওয়া খুব গুরুত্বপূর্ণ। কোনো প্রতারণামূলক স্কিম থেকে দূরে থাকুন।
- শেখা দিয়ে শুরু করুন, নিজ আলোয় আলোকিত করুন নিজেকে।
0 coment rios: