শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

সাধু সাবধান! বিনিয়োগকারীর স্বপ্ন ভাঙার কারিগর — বাংলার শেয়ার বাজার!

 

তোরে কইছিলাম! না শিখে শেয়ার বাজারে যাইছ না, গেলে কাঁদতে হবে! এখন বুঝলি তো?


M R 
Media24:বাংলার শেয়ারবাজারে বিনিয়োগকারীর স্বপ্ন আজ ভেঙে পড়ছে একের পর এক। কারও সংসার ভেঙেছে, কেউ হারিয়েছেন জীবনের সঞ্চয়, কেউবা ডুবে আছেন হতাশায়। অথচ দায় নিচ্ছে কে? শেয়ার বাজারের প্রেমে আমরা এতোটাই মত্ত যে কোনো কোম্পানীর খবর রাখারই প্রয়োজন মনে করি না।

TUNGHAI
২০১৪ সালে বাজারে আসার সময় দাম ছিলো  ৩৩.৫৫ টাকা! আজ তার দর মাত্র 💀 ১.৭০ টাকা!
ভাবা যায়? এ শুধু একটা উদাহরণ! এরকম অগণিত শেয়ার আজ এক-দেড় টাকায় পড়ে আছে!

UNITEDAIR
বাজারে ট্রেডই হয় না!
আরও অনেক কোম্পানি এরকম উধাও! ৪০০ টাকায় কেনা Ashraf Textile এর মতো শেয়ার এখন হয়তো অনেকের ড্রয়ারে পোকায় খাচ্ছে। তাদের মালিকরা বিনিয়োগকারীর টাকা কামিয়ে আজ বিলাসবহুল জীবনে মত্ত!
কিন্তু প্রশ্ন হলো — তারা কি আইনের ঊর্ধ্বে?
বিনিয়োগকারীদের হাহাকার শুনছে কে? 

ATCSLGF (Mutual Fund)
১০ টাকায় বাজারে আসা এই ফান্ড একসময় উঠেছিলো ১৬ টাকায়! ১০ বছর পর শুনি —প্রতি শেয়ারে বিনিয়োগকারীদের দিচ্ছে মাত্র ৬ টাকার একটু বেশি বা ৭.০০টাকা হিসেব মিলাতে পারছি না ! কেউ জানেই না, এদের অবস্থা কী!
কেউ চিঠি পায়নি, কোনো খবরও নেই।
কোম্পানি নিজের মতো খেলছে, আর বিনিয়োগকারীরা জানেই না তাদের টাকা কোথায় গেল!
মিউচুয়াল ফান্ড বলা হয় পেশাদার ম্যানেজারদের হাতে পরিচালিত!
কিন্তু বাস্তবতায় দেখি — রিটার্ন তো দূরের কথা, মূলধনই উবে যাচ্ছে!
তাহলে প্রশ্ন আসে —
👉 "এই বাজারে আসলে বিনিয়োগকারীর নিরাপত্তা কোথায়?" অসংখ্য মানুষ স্বপ্ন নিয়ে এই বাজারে আসে... কিন্তু সেই স্বপ্নগুলো ভেঙে যাচ্ছে ধুলোয়, হতাশায়, আত্মহত্যায়!
কারও ঘুম নেই, কারও সংসার ভেঙেছে! তবুও কেউ কথা বলে না...
আমাদের দাবি — বর্তমান সরকারের কাছে জরুরি পদক্ষেপ!
নইলে এই বাজারে আরও অনেক জীবনের আলো নিভে যাবে চিরতরে...

কে এম মিজানুর রহমান (মানিক)
১৭.১০.২৫

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: