M R Media24: চলছে ডিভিডেন্ড মৌসুম, এ সময়ে বাজার একটু স্লো থাকে, কেউ কেউ খারাপ শেয়ারগুলো বিক্রী করে বসে থাকে ভালো ডিভিডেন্ড দেয়া শেয়ারগুলো কেনার জন্য। এতে বাজার সামান্য পড়তেই পারে! কিন্তু এই পড়াটাকে আরও ত্বরান্বিত করে কিছু দূর্বল ও ভিতু বিনিয়োগকারীরা। ভয় পেয়ে সস্তায় শেয়ার বিক্রী করে দেয় তাই শেয়ারের দরও বেশী পড়ে যায়? স্মার্ট বিনিয়োগকারী এই সুযোগগুলোকেই কাজে লাগিয়ে বেশী বেশী প্রফিট করে। একটু চিন্তা করে দেখুনতো ২/৩মাস আগে শেয়ারের যা দাম ছিলো এখন কি সেই দরে আছে? কোনো কোনো শেয়ার কিন্তু ২/৩/৪গুণও বেড়েছে, নীচে নেমেছিলো বলেই কিন্তু বেড়েছে
বাজার যখন একটানা নিচে নামে —
অনেকেই ভাবে, “সব শেষ!”
কিন্তু আসলে এখানেই নতুন শুরুর বীজ লুকিয়ে থাকে! 🌱
বড় বিনিয়োগকারীরা ভয় পায় না, তারা “ভয়ের সময়ই” চুপচাপ শেয়ার কুড়োয়।
আর ছোট বিনিয়োগকারীরা ভয় পেয়ে বিক্রি করে দেয় — এখানেই ঘটে স্মার্ট মানির খেলা!
ইতিহাস বলে —
যে সময় বাজারে সবাই ভয় পায়,
সেই সময়ই ভবিষ্যতের সবচেয়ে বড় মুনাফা তৈরী হয়।
মনে রাখুন:
“বাজারের পতন আমাদের পরীক্ষা করে —
বাজার যখন একটানা নিচে নামে —
অনেকেই ভাবে, “সব শেষ!”
কিন্তু আসলে এখানেই নতুন শুরুর বীজ লুকিয়ে থাকে! 🌱
বড় বিনিয়োগকারীরা ভয় পায় না, তারা “ভয়ের সময়ই” চুপচাপ শেয়ার কুড়োয়।
আর ছোট বিনিয়োগকারীরা ভয় পেয়ে বিক্রি করে দেয় — এখানেই ঘটে স্মার্ট মানির খেলা!
ইতিহাস বলে —
যে সময় বাজারে সবাই ভয় পায়,
সেই সময়ই ভবিষ্যতের সবচেয়ে বড় মুনাফা তৈরী হয়।
মনে রাখুন:
“বাজারের পতন আমাদের পরীক্ষা করে —
কারা ভয় পায়, আর কারা সুযোগ দেখে।”
আপনার হাতে যদি ভালো কোম্পানির শেয়ার থাকে,
তাহলে আতঙ্ক নয় — ধৈর্যই আপনার সবচেয়ে বড় অস্ত্র! মনে রাখতে হবে পতনের অন্ধকার থেকে সূর্যোদয় ঘটে অতএব ভয় কি?
আপনার হাতে যদি ভালো কোম্পানির শেয়ার থাকে,
তাহলে আতঙ্ক নয় — ধৈর্যই আপনার সবচেয়ে বড় অস্ত্র! মনে রাখতে হবে পতনের অন্ধকার থেকে সূর্যোদয় ঘটে অতএব ভয় কি?
কে এম মিজানুর রহমান (মানিক)
০৯.১০.২৫
0 coment rios: