আজব ব্যবসা???
ঘরে বা পৃথিবীর যে কোন প্রান্তে বসে বা ঘুমিয়ে ঘুমিয়ে কি ভাবে স্মার্ট মানি নিজের পকেটে আনবেন?
শুনতে এটা আজব শোনালেও কথাটা একটুও মিথ্যে নয়, আপনি ঘরে বসেই ইনকাম করতে পারবেন আনলিমিটেড, এবং ঘুমিয়ে ঘুমিয়ে। এ ব্যবসা করতে আপনার দোকান বা অফিস লাগবে না, আপনার কর্মচারী পুষতে হবে না, তাদের বেতন দিতে হবে না।
মালামাল কেনার কোন ঝামেলা নাই, নাই কোন দৌড়া দৌড়ি, শুধু চাই সচেতনা, বুদ্ধি এবং লোভ সংবরণ। সময় মতো কেনা এবং বেচা। সম্মানিত দর্শক এতোক্ষণ নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি কোন ব্যবসার কথা বলছি—হঁ্যা শেয়ার ব্যবসার কথাই বলছি-তবে আমি এটাকে ব্যবসা না বলে আকর্ষণীয়
বিনিয়োগ বলি।
এ ব্যাবসা করার নিয়মঃ
এ ব্যবসা করতে লাগবে ভালো ব্রোকার হাউজ, যেখানে আপনার টাকা থাকবে খুবই নিরাপদ, সেখানে কিকি সুযোগ সুবিধা আছে, সুযোগ সুবিধা বলতে সেখানে কোন ভাল পরামর্শক আছে কি না? যিনি আপনার পোর্টফোলিও সুন্দর করে সাজিয়ে দেবেন, আপনাকে সঠিক পরামর্শ দেবেন। কোন ধরণের শেয়ার কিনলে লসের সম্ভাবনা কম, কোন্ শেয়ার কখন ক্রয় করতে হয়, কখন বিক্রি করতে হয়, কোন্ শেয়ারটা ইনক্রিজিং, ভাল ডিভিডেন্ড দেয় কি না, এসব তথ্য এখন ইন্টারনেটেও পাওয়া যায়। এছাড়া ঢাকা স্টক এক্সেঞ্জের ওয়েব সাইট (http://dsebd.org) লিখে সার্চ দিলে শেয়ার বাজারের সব তথ্যই পেয়ে যাবেন, বিভিন্ন নিউজ নিউজ পোর্টালেও নতুন নতুন খবর পেয়ে যাবেন। আমার ব্লগ তো থাকছেই।
ব্রোকার খুঁজে বের করার পর তারা আপনাকে একটা ফরম পূরণ করতে দেবে, অনেক ব্রোকার হাউজ ফরমের জন্য টাকা নেয়, আবার কেউ ফ্রিতেও দেয় এগুলোও জেনে নেবেন। ফরম পূরণ করার করার পর ২/১ দিনের মধ্যেই আপনাকে তারা একটা আইডি নং দেবে ঐ আইডিটাই আপনার পরিচিতি, ওই আইডি দিয়েই আপনি ঢাকা স্টক একচেঞ্জের একটা পোর্টফোলিও নং পাবেন। যার মাধ্যমে আপনি ঢাকা স্টক এক্সেঞ্জে কেনা বেচা করতে পারবেন
আপনি যদি এ ব্যাবসায় নতুন হন তবে সব চেয়ে ভাল হয় আপনার খুব পরিচিত এবং কাছের মানুষ যদি এ বাজারের সাথে সংযুক্ত থাকে এবং অনেক পুরোণো ব্যাবসায়ী যে আপনাকে ভুল তথ্য দেবে না, তার হাত ধরেও এ ব্যবসায় আসতে পারেন।
এ ব্যবসায় লাগবে একটা কম্পিউটার, মোবাইলেও করা যায়
আপনারা নিশ্চয়ই জানেন যে ব্যবসায় ঝুঁকি যত বেশি, সে ব্যবসায়
লাভও ততো বেশী, জেনে বুঝে এ ব্যবসা করতে পারলে লাভের পরিমাণই বেশী।
লাভ ক্ষতি নির্ভর করবে আপনার ব্যাবসায়িক যোগ্যতার উপর, শিক্ষার উপর, এ ব্যবসার জন্য যত শিখবেন ততই ভাল ফল লাভ করবেন এ ব্যবসায় জয়ী হতে হলে আপনাকে বেশী বেশী শিখতে হবে আর শিখানোর জন্য আমি আছি আপনাদের সাথে আরও সাথে আছে সারা ইন্টারনেট দুনিয়া তাথা গুগল, ইউটিউব, সোসাল মিডিয়া ইত্যাদি।
একই ক্লাসে একই টিচারের কাছে লেখাপড়া করে কেউ ফাস্ট হচ্ছে কেউ ফেল করছে, শেয়ার ব্যবসায়ও তেমনি কেউ প্রচুর লাভ করছে, কেউবা প্রচুর লস করছে, ব্যবসা করার আগে আপনাকে জানতে হবে কে লাভ করছে আর কে লস করছে? কেন লস করছে???
চলবে
শেয়ার বাজার সম্পর্কে এমন নিখুঁত লেখনি যা সাধারণ বিনিয়োগ কারীদের জন্য আশার আলো। অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা রইল। আমিন।
উত্তরমুছুনঅনেক অনেক ধন্যবাদ আপনাকে,আল্লাহপাকের কাছে আপনার সুস্থ্য ও দীর্ঘজীবন কামনা করছি।
উত্তরমুছুন