 |
লোভের লাল বাতি |
।। শেয়ার টকিজ -২।।
লোভের লাল বাতি!
M R Media24: পতোনুল্লম্ফন ক্লাবের সদস্য ট্যারা মফিজ একদিন হঠাৎ
ঘোষণা দিলেন, “বন্ধুরা, আমি একটা গোপন
খবর পেয়েছি! ‘গরু গ্যালাক্সি’ কোম্পানি
নাকি নতুন পণ্য আনছে!”
বোতল সাহা গলায় ঝুলানো পানির বোতল থেকে
পানি খেয়ে বললেন,
“তাহলে তো শেয়ার কিনতেই
হবে!” গামছা ফজল কোমোরের গামছাটা আঁট শাট করে
বেঁধে বললেন, “লোভে পাপ, পাপে
মৃত্যু—তাও কিনবো!”
ক্লাবের সবাই হুড়োহুড়ি করে
শেয়ার কিনে ফেলল। পরদিন
দেখা গেল, ’গরু গ্যালাক্সি’
কোম্পানীর শেয়ারের দাম পড়ে
গেছে!
আমাজন কাদের (আমা ভাই) মিটিং
ডাকলেন। তিনি বললেন, “এই
খবরে কি PSI ছিল? মানে Price Sensitive Information?” ট্যারা মফিজ মাথা নিচু
করে বললেন, “না ভাই, চায়ের
দোকানে শুনেছিলাম।”
সন্ধ্যা বেলায় ক্লাবঘরে আমা ভাই চেয়ারে
বসে, চোখে চশমা, হাতে ক্যালকুলেটর। তিনি কইতেছেন, “এই লসের গ্যাঁড়াকলে আর পারি না রে
গ্যাদা! কিছু একটা করতে হইবো…” সোফা করিম সোফায় একটা কিল মেরে কইলো, ঠিকই কইচেন আমা ভাই, কিছু একটা করতেই অইবো!
আলো সরকারকে ডেকে আমা ভাই কইল,
“আলো, যাতো বিদ্যুতের দোকান থেইকা একখান লাল বাতি, বোর্ড, সার্কিট, আর একটা বোতাম নিয়া
আয়!” আলো সরকার আলোর গতিতে ছুটে সব নিয়ে ্ এলো।
ক্লাব ঘর হয়ে উঠলো গবেষণাগার,
আমা ভাই বোর্ডে সার্কিট বসায়, সেইটা আবার কম্পিউটারের স্টক চার্টের সাথে যুক্ত করে,
দেয়ালে লাগানো বোতামে চাপ দেয়! সঙ্গে সঙ্গে লাল বাতি জ্বলে, PSI লেখা জ্বলজ্বল করে।
তিনি কইলেন, “এইডা হইলো লোভের লাল বাতি চার্ট! খবর শুনে শেয়ার কিনতে চাইলে আগে এই বোতাম
টিপ দিবা। যদি লাল বাতি জ্বলে—তাহলে শেয়ার কিনা যাবে না!”
বোতল সাহা চিৎকার কইল, “এইডা
তো এক্কেবারে যুগান্তকারী আবিষ্কার! পুতুলও বুঝবো এখন!” সবাই হাততালি দিলো—চশমা কামাল,
গরু মাহিন, আলো সরকার—সবাই একসাথে কইল, “আমা ভাই, আপনি তো এক্কেবারে শেয়ার বাজারের
থমাস এডিসন!”
আলো সরকার বললেন, “তাহলে আমাদের ক্লাবে একটা নিয়ম হোক—লোভের লাল বাতি জ্বললে
কেউ শেয়ার কিনবে না!” সবাই
আবারও হাততালি দিল।
সেদিন থেকে পতোনুল্লম্ফন ক্লাবে
লোভের লাল বাতি জ্বলে
উঠল PSI না বুঝে শেয়ার
কিনলেই! আর ট্যারা মফিজ?
তিনি এখন PSI বিশ্লেষণ শেখার কোর্সে ভর্তি!
তথ্যঃ ম্যাকডি কাদের
৬.১০.২৫
চলবে…